আকায়েদ ও ফিকহ হলো ইসলামী শিক্ষা ব্যবস্থার অন্যতম মৌলিক শাখা, যা একজন মুসলমানের জীবনযাপন ও ঈমানের ভিত্তি গড়ে তোলে। আকায়েদ অংশে আমরা ঈমানের মূলনীতি, আল্লাহর পরিচয়, নবী-রাসূলগণের শিক্ষা ও রিলিজিয়াস বিশ্বাসসমূহের উপর জোর দিয়ে থাকি। আর ফিকহ হলো ইসলামী আইনশাস্ত্র, যা আমাদের দৈনন্দিন জীবনের সব দিক—ব্যবহার, ibadah (উপাসনা), এবং সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে।
৯ম ও ১০ম শ্রেণির দাখিল স্তরের এই পাঠ্যসূচি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছে যাতে তারা ইসলামের মূল বিশ্বাস ও আদর্শের ওপর দৃঢ় ভিত্তি গড়ে তুলতে পারে। এতে আকায়েদ ও ফিকহের মৌলিক বিষয়াবলী সহজ, বোধগম্য এবং শিক্ষানীয় উপায়ে উপস্থাপিত হয়েছে, যা তরুণ ছাত্র-ছাত্রীদের ইসলামিক শিক্ষা ও আচার-আচরণের সঙ্গে পরিচিত করে।
এই বইটির মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের সঠিক জ্ঞান অর্জন করবে, যার মাধ্যমে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামিক মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। পাশাপাশি, ফিকহের নিয়ম-কানুন শিখে তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সঠিক ও ন্যায়পরায়ণ পথে চলার প্রেরণা পাবে।
আমরা আশা করি, এই আকায়েদ ও ফিকহ বই শিক্ষার্থীদের জন্য একটি অনন্য দিকনির্দেশক হবে, যা তাদের ঈমানদার ও দায়িত্বশীল মুসলমান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের আকায়েদ ও ফিকহ ২০২৩ ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের আকায়েদ ও ফিকহ ২০২৩
মাদ্রাসা শিক্ষা ধারার শিক্ষাক্রমের আলোকে প্রণীত হয়েছে ইবতেদায়ি ও দাখিল স্তরের ইসলামি ও আরবি বিষয়ের সকল পাঠ্যপুস্তক। এতে শিক্ষার্থীদের বয়স, প্রবণতা, শ্রেণি, ধারণক্ষমতা ও পূর্ব অভিজ্ঞতাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। পাঠ্যপুস্তকগুলোর বিষয় নির্বাচন ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীর সৃজনশীল প্রতিভার বিকাশ সাধনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশুদ্ধ ইমানের জন্য সহিহ আকিদা ও নির্ভুল আমল অতীব প্রয়োজন। এ বিষয়টিকে সামনে রেখে কুরআন মাজিদ ও হাদিস শরিফের দলিল-প্রমাণের ভিত্তিতে আকাইদ ও ফিকহ পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। বাংলা বানানের ক্ষেত্রে পাঠ্যবইটিতে বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করা হয়েছে।
Table of Contents
৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের আকায়েদ ও ফিকহ ২০২৩
আকায়েদ ও ফিকহ সূচীপত্র
প্রথম ভাগ : আল আকাইদ
প্রথম অধ্যায় : আদ দীন ওয়া নাওয়াকিদুহু
- আল ইমান
- আল ইসলাম
- আল ইহসান
দ্বিতীয় অধ্যায়: আল্লাহর উপর বিশ্বাস
- আল্লাহর উপর বিশ্বাস
তৃতীয় অধ্যায় : রসুলগণের উপর বিশ্বাস
- রসুলগণের উপর বিশ্বাস
চতুর্থ অধ্যায়: আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস
- আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস
পঞ্চম অধ্যায়: পরকালের উপর বিশ্বাস
- পরকালের উপর বিশ্বাস
ষষ্ঠ অধ্যায়: ইমান বিল কদর
- ইমান বিল কদর
সপ্তম অধ্যায়: ইলমুল বেলায়েত
- ইলমুল বেলায়েত

দ্বিতীয় ভাগ : আল ফিকহ
প্রথম অধ্যায়: ইলমে ফিকহের পরিচয় ও ইতিহাস
- ইলমে ফিকহের পরিচয় ও ইতিহাস
দ্বিতীয় অধ্যায়: আল ফিকহ – কুদুরি
- আল ফিকহ – কুদুরি
- কিতাবুত তহারাত – পবিত্রতা অধ্যায়
- কিতাবুস সালাত – নামাজ অধ্যায়
- কিতাবুল হজ – হজ অধ্যায়
- কিতাবুল উদহিয়া – কুরবানি অধ্যায়
- মদিনা মুনাওয়ারাহ ও পবিত্র স্থানসমূহের মর্যাদা
তৃতীয় ভাগ: আল আখলাক (নৈতিক চরিত্র)
- উন্নত চরিত্র
- উন্নত চরিত্রের কয়েকটি দিক
- নৈতিক অবক্ষয়ের কয়েকটি দিক
- নৈতিক গুণাবলি অর্জনের আমলসমূহ
- নৈতিক অবক্ষয়ের কর্মসমূহ
- দোয়া ও মুনাজাত
চতুর্থ ভাগ : উসুলুল ফিকহ
- উসূলুল ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস
- উসূলুশশাশীর অধ্যায়সমূহ
- শিক্ষক নির্দেশিকা
আরও দেখুনঃ