আবদুর রহমান ইবনে আওফ (রা) | দ্বিতীয়বারের ওহি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আবদুর রহমান ইবনে আওফ (রা) | দ্বিতীয়বারের-ওহি, আবদুর রহমান ইবনে আওফ ছিলেন ব্যবসায়ী হিসেবে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল তিরিশের কোঠায়। আবু বকরের (রা) কাছে প্রথম দিকের ধর্মান্তরিতদের মধ্যে তিনি ছিলেন বয়সে সবার চেয়ে বড়ো। তিনি ছিলেন খুবই জ্ঞানী এবং ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সৎ। তিনি সেই ব্যক্তি, মক্কা ত্যাগের সময় যাকে নিজের সব সম্পদ কুরাইশদের হাতে দিয়ে যেতে হয়েছিল।

 

আবদুর রহমান ইবনে আওফ (রা) | দ্বিতীয়বারের ওহি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আবদুর রহমান ইবনে আওফ (রা) | দ্বিতীয়বারের ওহি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

তিনি সবকিছু ফেলে এক কাপড়ে মদিনায় গিয়েছিলেন। সেখানে তাঁর আনসারি ভাই সাদ ইবনে আল-রাবি তাঁকে বলেছিলেন, “আমার দুটি বাগান আছে, আমি একটি আপনাকে উপহার দেব। আমার দুজন স্ত্রী রয়েছে, আমি একজনকে তালাক দেব এবং আপনাকে দেব। আমার বাসা দোতলা, আপনি তাঁর মধ্যে যে কোনো একটি পছন্দ করুন।” আবদুর রহমান বিনয়ের সঙ্গে জবাব দিয়েছিলেন, “আল্লাহ আপনাকে মঙ্গল করুন। আপনি আমাকে বলুন এই শহরের বাজারটি কোথায়। আমাকে সেখানে গিয়ে জিনিসপত্র কেনাবেচা শুরু করতে দিন।” সেদিনের জন্য খাদ্য হিসেবে তিনি তাঁর আনসারি ভাইয়ের কাছ থেকে কিছু মাখন নিয়েছিলেন। তারপর তিনি বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করতে করতে আবারও একজন ধনী ব্যবসায়ী হয়ে ওঠেন। একসময় তিনি বিয়ে করেন; দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করেন।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

উপরে উল্লিখিত প্রথম দিকের ধর্মান্তরিতরা প্রত্যেকেই কুরাইশ গোত্রের অভিজাত ব্যক্তি। ইসলাম ধর্মের বিকাশে তাঁদের যথেষ্ট অবদান আছে। ইসলামের ইতিহাসের বিচারে তাঁরা প্রত্যেকেই একেকজন মহীরুহ ও কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। মুসলিম হিসেবে আমাদের সবারই এই নামগুলো জানা উচিত।

 

আবদুর রহমান ইবনে আওফ (রা) | দ্বিতীয়বারের ওহি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরো পড়ুনঃ

Leave a Comment