“আল্লাহ তোমার এই ধরার মাঝে” একটি হৃদয়স্পর্শী গজল, যা তানভীর হাসান সিরাতের কণ্ঠে আধ্যাত্মিক অনুভূতি ও গভীর ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরে। গানটি প্রযোজনা করেছে ইসলামিয়া গুরুকুল এবং লেবেল হিসেবে প্রকাশিত হয়েছে স্টুডিও গুরুকুল থেকে। ঈশ্বরের সৃষ্টির অপার সৌন্দর্য ও করুণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই গজলের মূল উপজীব্য।
![আল্লাহ তোমার এই ধরার মাঝে [ Allah Tomar Ei ] | গজল 2 আল্লাহ তোমার এই ধরার মাঝে](https://www.islamiagoln.com/wp-content/uploads/2024/03/islam.png)
আল্লাহ তোমার এই ধরার মাঝে
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপে না..
তোমার নামের তাসবিহ জপে না..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপে না..
তোমার নামের তাসবিহ জপে না..।
সাগরের লোনা জলের অতল তলে..
বৈচিত্র কত প্রাণীরা চলে..
সাগরের লোনা জলের অতল তলে..
বৈচিত্র কত প্রাণীরা চলে..।
তারাও তোমার নামে গায় সদা গান..
তারাও তোমার নামে গায় সদা গান..।
কেউ নেই তোমার হুকুম মানে না..।
তোমার নামের তাসবিহ জপেনা..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপেনা..
তোমার নামের তাসবিহ জপেনা..।
চাঁদ তারা সূর্য ঐ আকাশে..
ছুটে চলে সমীরন মেঘেরা ভাসে..।
চাঁদ তারা সূর্য ঐ আকাশে..
ছুটে চলে সমীরন মেঘেরা ভাসে..।
মৃদু রবে তারা সবে ও নাম জপে..
মৃদু রবে তারা সবে ও নাম জপে..।
কেউ নেই তোমার ইশারায় চলে না..।
তোমার নামের তাসবিহ জপে না..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপেনা..
তোমার নামের তাসবিহ জপেনা..।
বৃক্ষরাজী ঐ গহীন বনে..
কত পশু-পাখি গায় আপন মনে..
বৃক্ষরাজী ঐ গহীন বনে..
কত পশু-পাখি গায় আপন মনে..।
প্রাণ ভরে সবে গায় তোমার নামে..
প্রাণ ভরে সবে গায় তোমার নামে..।
কেউ নেই তোমার কথা শুনেনা..।
তোমার নামের তাসবিহ জপেনা..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপেনা..
তোমার নামের তাসবিহ জপেনা..।
ধরনীর মাঝে আছে যত কিছু..
ছোট- বড় মাহী-হীন উঁচুনিচু..।
ধরনীর মাঝে আছে যত কিছু..
ছোট- বড় মাহী-হীন উঁচুনিচু..।
সবাই তোমায় মানে প্রভু মহীয়ান..
সবাই তোমায় মানে প্রভু মহীয়ান..।
কেউ নেই তোমায় বিধাতা বলে না..।
তোমার নামের তাসবিহ জপেনা..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপেনা..
তোমার নামের তাসবিহ জপেনা..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে..
কত জানা অজানা সৃষ্টি আছে..।
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..
কেউ নেই তোমার ঐ নাম জপেনা..।
তোমার নামের তাসবিহ জপেনা..
তোমার নামের তাসবিহ জপেনা..
তোমার নামের তাসবিহ জপেনা..।
আল্লাহ তোমার এই ধরার মাঝে [ Allah Tomar Ei ] নিয়ে বিস্তারিত ঃ