পুরো আল-মুস্তালিক গোত্রের ইসলাম গ্রহণ | আল-মুরাইসি ও বনু আল-মুস্তালিকের অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

পুরো আল-মুস্তালিক গোত্রের ইসলাম গ্রহণ | আল-মুরাইসি ও বনু আল-মুস্তালিকের অভিযান, যুদ্ধ হিসেবে বনু আল-মুস্তালিকের কাহিনি খুব তাৎপর্যপূর্ণ না হলেও এর পরের তিনটি ঘটনা বেশ উল্লেখযোগ্য:

পুরো আল-মুস্তালিক গোত্রের ইসলাম গ্রহণ | আল-মুরাইসি ও বনু আল-মুস্তালিকের অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

পুরো আল-মুস্তালিক গোত্রের ইসলাম গ্রহণ | আল-মুরাইসি ও বনু আল-মুস্তালিকের অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

১) আয়েশার (রা) ওপর অপবাদ এই দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ঘটনাটি আমরা পরবর্তী একটি পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব।

২. জুওয়ারিয়া বিনতে আল-হারিসের সঙ্গে নবিজির (সা) বিয়ে দ্বিতীয় ঘটনাটি হলো উম্মুল মুমিনিনদের মধ্যে আরও একজনের সংযোজন। ইনি হলেন বনু আল-মুস্তালিকের সর্দারের কন্যা জুওয়ারিয়া বিনতে হারিস।

ইবনে ইসহাকে বর্ণিত আছে, আয়েশা (রা) বলেছেন: “জুওয়ারিয়াকে বন্দি করার পর তাকে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস নামের একজন আনসারিকে দেওয়া হয়েছিল। জুওয়ারিয়া তখন নিজেকে স্বাধীন করার ব্যাপারে সাবিতের সাথে এক সমঝোতায় আসেন।” উল্লেখ্য, একজন দাস অর্থ শোধ করার বিনিময়ে নিজের স্বাধীনতা কিনে নিতে পারত (অর্থাৎ নিজেকে একজন দাস থেকে মুক্ত মানুষে পরিণত করতে পারত), যা ইসলামি সমাজে প্রচলিত ছিল। পবিত্র কোরানে আছে:

“…আর তোমাদের অধিকারে থাকা দাসদাসীদের মধ্যে যারা (মুক্তির জন্য অগ্রীম) চুক্তি লিখিয়ে নিতে চায় (অর্থাৎ নিজের স্বাধীনতা কিনে নিতে চায়), তোমরা তাদের তা লিখে দাও, যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতে পাও…।” [সুরা নুর, 24:33 ]। জুওয়ারিয়া ছিলেন গোত্রের নেতার কন্যা। তিনি দাস হয়ে থাকতে চাননি। তিনি সোজা এসে নবিজির (সা) দরজায় (অর্থাৎ আয়েশার বাড়িতে) কড়া নেড়ে নিজের মুক্তির জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেন। এখানে উল্লেখ্য, তাঁর পিতা ও অন্যান্য উচ্চপদস্থ লোকরা সবাই পালিয়ে গিয়েছিল।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পুরো আল-মুস্তালিক গোত্রের ইসলাম গ্রহণ

কয়েকদিন পরে হারিস তার লোকদের মুক্তিপণের ব্যাপারে আলোচনা করতে মদিনায় এসে হাজির। এদিকে কী ঘটেছে তা সে জানত না। সে তার মেয়েকে ফিরিয়ে নিতে চাইল। নবিজি (সা) তাঁকে বললেন, “এটা তার (জুওয়ারিয়ার) সিদ্ধান্তের বিষয়। সে চাইলে ফিরে যেতে পারে।” কিন্তু জুওয়ারিয়া স্বেচ্ছায় পিতার বদলে নবিজিকেই (সা) বেছে নেন । নিজের কন্যা স্বেচ্ছায় নবি করিমকে (সা) বেছে নেওয়ার ঘটনা হারিসকে এতটাই প্রভাবিত করে যে, সে ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করে নেয় ।

 

পুরো আল-মুস্তালিক গোত্রের ইসলাম গ্রহণ | আল-মুরাইসি ও বনু আল-মুস্তালিকের অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

হারিস ছিল গোত্রের নেতা। তাই সে ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে পুরো আল-মুস্তালিক গোত্রই ইসলাম গ্রহণ করে। পরিবর্তিত পরিস্থিতিতে নবিজি (সা) আবার তাকে তার গোত্রের নেতা করেন; তাদের কাছ থেকে পাওয়া ধনসম্পদ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি সবকিছু ফিরিয়ে দেন। ফলে তারা আগে যেমন ছিল ঠিক তেমন অবস্থাই ফিরে পায়, শুধু এখন তারা মুসলিম।

এই পুরো ঘটনা সম্পর্কে আয়েশা (রা) মন্তব্য করেন, “আমি এমন কোনো নারীকে চিনি না যে তার গোত্রের জন্য জুওয়ারিয়ার চেয়ে বেশি বরকত বয়ে এনেছিল।” জুওয়ারিয়ার নবিজিকে (সা) বিয়ে সিদ্ধান্তই সবকিছু বদলে দিয়েছিল।

আরও পড়ুনঃ

Leave a Comment