ইলমুত তাজভিদের পরিচয় | কুরআন মাজিদ ও তাজভিদ

ইলমুত তাজভিদের পরিচয় আজকের আলোচনার বিষয়। “ইলমুত তাজভিদের পরিচয় [ Introduction to Ilmut Tajwid ]” কুরআন মজিদ ও তাজভিদ [ quran majeed tajweed ] বিষয়ের পাঠ, যা ৯ম শ্রেণীতে [Dakhil Class – 9 ] পড়ানো হয়। “ইলমুত তাজভিদের পরিচয় [ Introduction to Ilmut Tajwid ]” পাঠটি “কুরআন মাজিদ ও তাজভিদ” বিষয়টিতে বা “৩য় অধ্যায় [Chapter- 3]” এর ১ম ও ২য় পাঠে পড়ানো হয়।

 

ইলমুত তাজভিদের পরিচয়

 

তাজবিদের আভিধানিক অর্থ সৌন্দর্য মণ্ডিত করা বা যথাযথ ভাবে সম্পন্ন করা। যে বিষয়টিতে কুরআন মাজিদ সঠিক উচ্চারণে তিলাওয়াতের নিয়মাবলী উল্লেখ করা হয় তাকে তাজবিদ বলে৷ সঠিক উচ্চারণ মাখরাজ ও সিফাত অনুসারে উচ্চারণের উপর অধিক নির্ভর করে৷ তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াত করা ওয়াজিব (আবশ্যক)৷

 

তারিফু ইলমিন নাহু

 

তাজবিদ অনুসারে উচ্চারণ না করলে সাধারণত অর্থ বিকৃত হয়ে যায়৷ তাজবিদের উদ্দেশ্য হলো কুরআন মাজিদের প্রত্যেকটি হরফকে যথাযথ ভাবে পাঠ করা, কুরআন মাজিদের শব্দ ও হরফগুলো পাশাপাশি আসার ফলে যে সকল কায়দার (গুন্না, পুর, বারিক, মাদ, ইত্তেকাউস সাকিনাইন, ওয়াকফ) সৃষ্টি হয় তা সঠিকভাবে পাঠ করা, কুরআন মাজিদ তিলাওয়াত করার সময় অতিরিক্ত কোনোকিছু যাতে যুক্ত না হয়, প্রয়োজনীয় কিছু যাতে বাদ না পড়ে, কুরআন মাজিদের বিশেষ  আয়াতুস সাজদা, সাকতা, ইমালা, তাসহিল)  সম্পর্কে আলোচনা  সর্বোপরি কুরআন মাজিদকে সঠিকভাবে তিলাওয়াতের  জন্য সম্ভাব্য সকল আলোচনা।

 

তাজবিদের প্রয়োজনীয়তা

وَرَتِّلِ اَلْقُرْاٰنَ تَرْتِيْلَا 

(কুরআনটি তেলাওয়াত কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দর ভাবে।) –আল-কুরআন, সুরা:মুজাম্মিল,আয়াত:৪

কুরআনকে ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দর ভাবে পড়া মুসলিমদের জন্য ফরয (আবশ্যিক) কারণ আল্লাহ্ তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছেন। স্পষ্ট ও সুন্দর ভাবে পড়তে হলে কীভাবে  পড়তে হয় তা আগে জানতে হবে এবং তা তাজবিদেই বর্ণনা করা হয়।

তাই তাজবিদ সম্পর্কে ধারণা থাকতে হবে, না হলে কুরআন মাজিদ পড়ার সময় অনেক ভুল হবে এবং অনেক সময় কুরআনের আয়াতের অর্থের বিপরীত অর্থ হয়ে যাবে  ফলস্বরূপ কুরআন মাজিদ পড়ার  মূল উদ্দেশ্যই বিফল হবে। তাছাড়া শ্রবণকারী ভুল উচ্চারণ শোনে কুরআন মাজিদ সম্পর্কে ভুল ধারণা জন্মাতে পারে যা অনেক সময় বিশৃঙ্খলার কারণ হয়ে দাড়াতে পারে, যা মোটেই কাম্য নয়।

 

ইলমুত তাজভিদের পরিচয়

ইলমুত তাজভিদের পরিচয় নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment