ওহুদের যুদ্ধ নিয়ে নবিজির (সা) স্বপ্ন | ওহুদের যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

ওহুদের যুদ্ধ নিয়ে নবিজির (সা) স্বপ্ন | ওহুদের যুদ্ধ-১, সিরাহের বইয়ে বর্ণিত আছে, নবি করিম (সা) ওহুদের যুদ্ধ নিয়ে একটি স্বপ্ন দেখেছিলেন। ইবনে ইসহাকের মতে, তিনি যুদ্ধের আগেই সাহাবিদের এই স্বপ্নের কথা জানান । আর বুখারির মতে, তিনি এই স্বপ্ন মক্কায় থাকার সময় দেখেছিলেন, এর অর্থ তিনি ওহুদের যুদ্ধের আগ পর্যন্ত বুঝতে পারেননি; তবে যুদ্ধের শেষে তিনি সাহাবিদের এই স্বপ্নের কথা বলেছিলেন। বুখারির মতটিই বেশি যুক্তিযুক্ত বলে মনে হয়।

 

ওহুদের যুদ্ধ নিয়ে নবিজির (সা) স্বপ্ন | ওহুদের যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

ওহুদের যুদ্ধ নিয়ে নবিজির (সা) স্বপ্ন | ওহুদের যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

কিন্তু নবিজির (সা) স্বপ্নটি কী ছিল? সহিহ বুখারির ওই হাদিস অনুসারে, নবিজি (সা) বলেন, “আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার তলোয়ার দিয়ে আঘাত করলাম, কিন্তু আমার তলোয়ারটি ভেঙে গেল—এটি দ্বারা ওহুদের যুদ্ধে মুসলিমদের বিপর্যস্ত অবস্থায় পতিত হওয়া বুঝায়। তখন আমি আবার আঘাত করলাম এবং এবার আগের মতোই ফল হলো এটি থেকে মুসলিমরা যে পরবর্তী সময়ে একত্রিত হবে ও বিজয় আসবে তা বুঝায়।” অর্থাৎ ওহুদের যুদ্ধের পরে বিজয় আসবে।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

উপরে উল্লিখিত হাদিসটিতে আমরা দেখি যে, নবিজি (সা) সাহাবিদের এ বলে সান্ত্বনা দেন যে ওহুদের পরে তাঁরা আবার একত্রিত হবেন এবং বিজয় অর্জন করবেন। তারপর তিনি বলেন, “আমি কিছু গরু দেখেছি, যা ছিল ওহুদের দিনের মুমিনরা।” ইমাম আহমদের মুসনাদের বর্ণনা অনুসারে, নবিজি (সা) আরও বলেন, “আমি নিজেকে একটি প্রতিরক্ষামূলক বর্ম পরিহিত অবস্থায় দেখেছি; আমার ধারণা অনুসারে সেটি মদিনা।” এই স্বপ্ন তাঁকে তাঁর বর্মের সঙ্গে থাকতে বলেছে, অর্থাৎ মদিনায় অবস্থান করতে বলেছে।

বুখারির ভাষ্য অনুসারে, নবিজি (সা) স্বপ্নের ব্যাখ্যা নিজে বুঝতে পারার পরেই সাহাবিদেরকে বুঝিয়ে সান্ত্বনা দিয়েছেন। এটিই স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য। অন্যদিকে ইবনে ইসহাকের ভাষ্য অনুসারে, নবিজি (সা) যুদ্ধ শুরুর আগেই এতে পরাজয়ের কথা সাহাবিদের জানিয়ে দিচ্ছেন, যা যুক্তিযুক্ত বলে মনে হয় না।

 

ওহুদের যুদ্ধ নিয়ে নবিজির (সা) স্বপ্ন | ওহুদের যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

হাদিসটিতে উল্লেখিত ‘গরু’ মানে কী? এটি কীসের প্রতীক? এ ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে। ইবনে হাজার বলেছেন, এখানে গরু হলো ওহুদের যুদ্ধের শহিদদের প্রতীক। কারণ, গরু এমন একটি প্রাণী যা মৃত ও জীবিত উভয় অবস্থাতেই উপকারী। তবে এটি শুধু ইবনে হাজারের ব্যাখ্যা, আর আল্লাহই সবচেয়ে ভাল জানেন। তবে নবিজি (সা) তাঁর স্বপ্নে দেখা গরুর প্রতীকী অর্থটি ব্যাখ্যা করেননি ।

আরও পড়ুনঃ

Leave a Comment