কুরআনের নূর কোয়ার্টার ফাইনাল | সারা সপ্তাহের খবর

কুরআনের নূর কোয়ার্টার ফাইনাল -এর খবর দিয়ে শুরু করছি ইসলামিয়া গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

ঢাকা-সিলেটে কুরআন প্রতিযোগিতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ও সিলেটে ইক্বরা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। গত ৪ এপ্রিল ঢাকার দক্ষিণখানের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ায় তিনটি গ্রুপে ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী হাফিজের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৯ জন বিজয়ীকে ২ লাখ ৮৮ হাজার ৪০০ টাকার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কুরআনের নূর কোয়ার্টার ফাইনাল

 

কুরআনের নূর কোয়ার্টার ফাইনাল | সারা সপ্তাহের খবর

 

দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’র কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতায় গ্রুপ-২ এর সেরা চার হাফেজকে নির্বাচিত করেছেন বিচারকরা।   প্রতিযোগীরা হলো- খুলনার হাফেজ হোজাইফা মুন্সি, কুমিল্লার মো. মাজহারুল ইসলাম আইয়ুব এবং ঢাকা দক্ষিণের হাফেজ মো. মাজহারুল ইসলাম ও বশির আহমেদ।

বিশ্বের সব চেয়ে বড় প্রতিযোগিতায় ইরানি হাফেজ পেলেন ৮ লাখ ডলার পুরস্কার

সৌদি আরবে কোরআন ও আজান বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত শেষ পর্বে উভয় বিভাগে ২০ বিজয়ীর হাতে ৩০ লাখ মার্কিন ডলার (১২০ কোটি সৌদি রিয়াল) পুরস্কার তুলে দেন সৌদির জেনারেল এন্টারটেইনম্যান্ট অথোরিটির (জিইএ) মহাপরিচালক তুর্কি বিন আবদুল মুহসিন আলে শেখ।

বাহেলা খাতুন মসজিদে তারাবি পড়তে আসছেন দূর-দূরান্তের মুসল্লিরা

পবিত্র রমজান মাসে জুমা আর রাতের তারাবি পড়তে দূর-দূরান্ত থেকেও সিরাজগঞ্জ বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদটির কারুকার্য ও নান্দনিক সৌন্দর্য ইতোমধ্যে দেশজুড়ে খ্যাতি লাভ করেছে। ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদের নির্মাণশৈলী সবার দৃষ্টি আকর্ষণ করেছে। যে কারণে প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন।

 

islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন

 

এখনো নামাজ হয় ৪০০ বছর আগের মসজিদে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়া গোধা গ্রামে ঐতিহাসিক ‘চাঁদগাজী ভূঁঞা মসজিদ’। মসজিদের দেয়ালে লেখা নির্মাণ সাল অনুযায়ী এ স্থাপত্যের বয়স ৪০০ বছরের বেশি। এতো বছর আগের মসজিদে এখনো নিয়মিত নামাজ হয়। মসজিদের নির্মাণ কাঠামোও প্রায় একই রকম রয়েছে।  

পবিত্র শবে মেরাজ

 

কুরআনের নূর কোয়ার্টার ফাইনাল | সারা সপ্তাহের খবর

 

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ২৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামকে বোঝা ও আমলের পথ সুগম করবে ইজতেমা: রাষ্ট্রপতি

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক বাণীতে বিশ্ব ইজতেমা-২০২৩ উপলক্ষে আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানান তিনি। বাণীতে তিনি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকিদাকে অনুসরণের পাশাপাশি এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণ এক মহতী উদ্যোগ।

হজ ভিসার জন্য বায়োমেট্রিক তথ্যসহ পাসপোর্ট জমা দিতে হবে

যাঁরা হজের নিবন্ধন করেছেন, সৌদি সরকারের নিয়মানুযায়ী তাঁদের হজ ভিসার জন্য বায়োমেট্রিক তথ্য (১০ আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট এজেন্সি (যেখানে নিবন্ধন করেছেন) আর সরকারি ব্যবস্থাপনার বায়োমেট্রিক নিজের মুঠোফোন অথবা নির্দিষ্ট কেন্দ্র থেকে করা যাবে।  পাসপোর্টের সঙ্গে এ তথ্য ও করোনা টিকার সনদ দিতে হবে। 

আরও পড়ুনঃ

Leave a Comment