খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? | খন্দকের যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? | খন্দকের (আহজাবের) যুদ্ধ-১, খন্দকের যুদ্ধের সন-তারিখ নিয়ে দুটি মত আছে। উভয় মতের পক্ষেই বিখ্যাত সাহাবিরা রয়েছেন । প্রথম মত অনুসারে, হিজরতের চতুর্থ বছরের শাওয়াল মাসে যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই মতের পক্ষের পণ্ডিতেরা সাক্ষ্য বা প্রমাণ হিসেবে ইবনে উমরের বক্তব্য ব্যবহার করেন। ইবনে উমর বলেন, “ওহুদের যুদ্ধের সময় (অর্থাৎ তৃতীয় হিজরিতে) আমার বয়স ছিল ১৪ বছর। আমি যুদ্ধে অংশগ্রহণের অনুমতি চেয়েছিলাম, কিন্তু নবিজি (সা) আমার বয়স বিবেচনা করে অনুমতি দেননি। কিন্তু খন্দকের যুদ্ধের সময় আমার বয়স ছিল ১৫, তাই নবিজি (সা) আমাকে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন।”

খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? | খন্দকের (আহজাবের) যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? | খন্দকের (আহজাবের) যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

ইমাম বুখারির মত অনুসারে, এই হাদিসটি সম্পূর্ণ সঠিক। এই মতের পক্ষে আরও আছেন ইবনে শিহাব আল জুহরি, ইমাম আল নওয়াবি এবং ইবনে হাজম । ইবনে হাজম বেশ জোর দিয়ে বলেন, “খন্দকের যুদ্ধ যে হিজরতের চতুর্থ বছরে হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই।” প্রথম মতের ক্ষেত্রে হাদিসের কথাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

দ্বিতীয় মত অনুসারে, খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরতের পঞ্চম বছরে। এই মতের পক্ষে আছেন সিরাহের বড় বড় পণ্ডিতেরা। যেমন ইবনে ইসহাক, ইবনে হিশাম, ইবনুল কাইয়িম, আল-তাবারি, আল-সামহুদি প্রমুখ। তাঁদের মতে, যুদ্ধটি হয়েছিল হিজরতের পঞ্চম বছরের শাওয়াল মাসে। তবে আল-ওয়াকিদি ও ইবনে সাদের মতে মাসটি ছিল জিলকদ ।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

দ্বিতীয় মতের পক্ষের পণ্ডিতেরা দেখিয়েছেন, সিরাহের বিচ্ছিন্ন ঘটনাগুলো জোড়া লাগালে বলা যায় না যে খন্দকের যুদ্ধ চতুর্থ বছরে সংঘটিত হয়েছে। তাঁদের মতে, চতুর্থ বছর ছিল ওহুদের যুদ্ধের দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় (বদর আল-আখিরা অভিযান); তাহলে খন্দকের যুদ্ধ কীভাবে সে বছরে হতে পারে? তা ছাড়া সাদ ইবনে মুআদ খন্দকের যুদ্ধের ঠিক পরপরই মৃত্যুবরণ করেন: তাঁর মৃত্যু যে পঞ্চম বছরে হয়েছিল, এই তথ্য সর্বজনবিদিত।

 

খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? | খন্দকের (আহজাবের) যুদ্ধ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

কিন্তু দ্বিতীয় মত (পঞ্চম বছর) সঠিক বলে মানলে আমরা ইবনে উমরের ওই সুস্পষ্ট বর্ণনা কীভাবে ব্যাখ্যা করব? এ বিষয়ে আল-বায়হাকি একটি ব্যাখ্যা দিয়েছেন যা গ্রহণযোগ্য: ওহুদের যুদ্ধের সময় ইবনে উমরের বয়স সবেমাত্র ১৪ বছরে পড়েছে, আর খন্দকের যুদ্ধের ঠিক আগে আগে তিনি ১৬ বছর ভুঁই দুই করছিলেন। অথবা আরও সহজ করে বলা যায়: আরবে সেই যুগে কে-ই বা জন্মের সঠিক দিনক্ষণের হিসেব রাখত? হাদিসে বয়সের এই বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় । তাই ওপরের যুক্তিপ্রমাণ বিবেচনায় নিয়ে আমরা হিজরতের পঞ্চম বছরের শাওয়াল মাসকেই খন্দকের যুদ্ধের সময় হিসেবে গ্রহণ করব।

আরও পড়ুনঃ

Leave a Comment