“ডেকে লও রাসূল আল্লাহ” একটি হৃদয়স্পর্শী ইসলামিক গজল, যা গাওয়া হয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালবাসা ও আকুলতার প্রকাশ হিসেবে। গজলটি পরিবেশন করেছেন তানভীর হাসান সিরাত, এবং এটি প্রযোজনা করেছে ইসলামিয়া গুরুকুল ও লেবেল হিসেবে প্রকাশ করেছে স্টুডিও গুরুকুল। এই গজলটি শ্রোতাদের অন্তরে রাসূল প্রেম জাগ্রত করে ও আত্মিক প্রশান্তি এনে দেয়।
![ডেকে লও রাসূল আল্লাহ [ Deke Low Rasul Allah ] | গজল 2 ডেকে লও রাসূল আল্লাহ](https://www.islamiagoln.com/wp-content/uploads/2024/03/islam.png)
ডেকে লও রাসূল আল্লাহ
ডেকে লও রাসূলাল্লাহ ..রওজা পাকের কিনারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো দিদারে
ডেকে লও রাসূলাল্লাহ,,,, রওজা পাকের কিনারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
দুই সাথীকে পাশে নিয়ে হায়,,
ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়
দুই সাথীকে পাশে নিয়ে হায়,,,
ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়
সাড়া দাও রাসূলাল্লাহ,, ডাকে অধম তোমারে
সাড়া দাও রাসূলাল্লাহ,,,ডাকে অধম তোমারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদার
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো আমারে
আজো রওজায় শুয়ে থেকে হায়,,,
কাঁদেন তিনি উম্মতের মায়ায়
আজো রওজায় শুয়ে থেকে হায়,,,
কাঁদেন তিনি উম্মতের মায়ায়,,,
মোদের অশ্রু ভেজা এ সালাম,,,পাঠিয়ে দিলাম শিয়রে
মোদের অশ্রু ভেজা এ সালাম,,,পাঠিয়ে দিলাম শিয়রে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,ধন্য করো আমারে
নূরে উজ্জ্বল চেহারা তোমার,,,
দেখিলে হারাম দোযখের নাম
নূরে উজ্জ্বল চেহারা তোমার,,,
দেখিলে হারাম দোযখের নাম
তুমি কবে দিবে মোলাকাত,,,ডেকে নিবে আমারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো আমারে
ওই হাজী ভাই যায় মদিনায়,,,,,
রওজা পাকে সালাম জানায়
ওই হাজী ভাই যায় মদিনায়,,,
রওজা পাকে সালাম জানায়
এই অধমেরো আর্জি দেখা দিবে মরণে
এই অধমেরো আর্জি দেখা দিবে মরণে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো দিদারে
ডেকে লও রাসূলাল্লাহ ..রওজা পাকের কিনারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো দিদারে
ডেকে লও রাসূলাল্লাহ,,,, রওজা পাকের কিনারে
ডেকে লও রাসূল আল্লাহ [ Deke Low Rasul Allah ] নিয়ে বিস্তারিত ঃ