নবিজির সা কৌশল | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবিজির সা কৌশল | ওহুদের যুদ্ধ-২, নবিজি (সা) এমন একটি জায়গায় শিবির স্থাপন করেন যার চার দিকের মধ্যে তিন দিকই পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল। শুধু একটি দিকই উন্মুক্ত ছিল, সেদিকে ছিল জাবাল আল-রুমা। নবিজি (সা) সেখানে তার ৫০ জন সেরা ও অভিজ্ঞ তিরন্দাজ মোতায়েন করেন। শুধু ৩০০ মিটার প্রস্থের মতো একটি ছোট জায়গা আক্রমণের জন্য খোলা রাখা হয়েছিল।

 

নবিজির সা কৌশল | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

নবিজির সা কৌশল | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

এখানে গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় হলো, মুসলিম যোদ্ধার সংখ্যা কুরাইশদের চার ভাগের এক ভাগ হওয়া সত্ত্বেও নবিজি (সা) শুরুতেই এমনভাবে জায়গা দখল করে নেন যাতে কুরাইশদের অতিরিক্ত সৈন্য থাকা কোনো কাজে না আসে। এর মানে হলো, ওই ৩০০ মিটারের মধ্যে যে কুরাইশ সৈন্যরা থাকবে শুধু তারাই একসঙ্গে আক্রমণ চালাতে পারবে; অর্থাৎ কুরাইশদের সম্পূর্ণ বাহিনীর ৩,০০০ জন সৈন্য একসঙ্গে এসে আক্রমণ চালাতে পারবে না। ফলে তাদের সৈন্যসংখ্যা মুসলিমদের চেয়ে চার গুণ বেশি হলেও তা কোনো কাজে আসছে না, কারণ তারা মুসলিম বাহিনীকে ঘেরাও করার সুযোগ পাচ্ছে না। এভাবে নবিজি (সা) লড়াইটিকে শেষ পর্যন্ত ১:১ লড়াইয়ে পরিণত করেন।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ওহুদের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তিরন্দাজদের প্রতি নবিজির (সা) পরামর্শ। তিনি জানতেন, পুরো পরিকল্পনায় একটিমাত্র কৌশলগত দুর্বলতা রয়েছে; তা হলো তিরন্দাজদের দ্বারা প্রতিরক্ষার জন্য যে এলাকাটুকু রাখা হয়েছে। বাকি তিনটি অংশ তো পাহাড় দ্বারা সুরক্ষিত। আর সামনের ৩০০ মিটার জায়গা তো পদাতিক সৈন্যরা সামলাবেন।

সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত সঠিক পরম্পরা অনুসারে, নবিজি (সা) তিরন্দাজদের বলেন “তোমরা তির নিক্ষেপের মাধ্যমে আমাদের সবাইকে রক্ষা করবে, কারণ শত্রুপক্ষের ঘোড়াগুলো তির দেখে কখনই এগিয়ে আসবে না” (কারণ, ঘোড়া তির দেখলে আতঙ্কিত হয়ে পড়ে।) “যদি তোমরা এমনও দেখতে পাও যে পাখিরা আমাদের মৃতদেহগুলো খাচ্ছে, তবু আমি তোমাদের না ডাকা পর্যন্ত তোমরা তোমাদের জায়গা ছেড়ে যাবে না।”

 

নবিজির সা কৌশল | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

“যুদ্ধে আমাদের হার-জিত যা-ই হোক না কেন, তোমাদের নিশ্চিত করতে হবে যেন শত্রুরা আমাদের পেছন থেকে আক্রমণ করতে না পারে। আর আমি তোমাদের কিছু না বলা পর্যন্ত তোমরা তোমাদের জায়গাতেই থাকবে।” নবিজি (সা) জানতেন, সেই পরিস্থিতিতে তিরন্দাজদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল ।

আরও পড়ুনঃ

Leave a Comment