পদ্মা মেঘনা যমুনার তীরে [ Padma Meghna Jomuna ] | গজল

গানটি হলো জনপ্রিয় গজল “পদ্মা মেঘনা যমুনার তীরে”, যা প্রকাশিত হয়েছে স্টুডিও গুরুকুল এর অন্তর্গত এবং প্রযোজনা করেছে ইসলামিয়া গুরুকুল। এই গজলে মুগ্ধকর কণ্ঠস্বর দিয়েছেন গজল শিল্পী তানভীর হাসান সিরাত, যার মিষ্টি ও গভীর আবহ গানটিকে এক অনন্য মাত্রা প্রদান করেছে।

 

নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া

 

পদ্মা মেঘনা যমুনার তীরে

পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা -যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
তেমনি আমিও হারিয়ে যাব
তেমনি আমিও হারিয়ে যাব
আসবোনা কোভু ফিরে এএএ
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
কত মায়া স্নহ প্রিতি
কত স্মৃতি গানে
মুখরিত ছিল এই অঙ্গন
কালের আবর্তে ছিড়বে না তো
আমাদের প্রিতির এই বন্ধোন
কত মায়া স্নহ প্রিতি
কত স্মৃতি গানে
মুখরিত ছিল এই অঙ্গন
কালের আবর্তে ছিড়বে না তো
আমাদের প্রিতির এই বন্ধোন
চিনবে তো কোন দিন দেখা হলে
চিনবে তো কোন দিন দেখা হলে
আসা যাওয়া পথের দারে এএএ
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
ঐ চাঁদ ঐ তারা ঐ আসমান
সবি রবে আগের মত
থাকবো না আমি শুধু
খনিকের মিছে এ জীবন
ঐ চাঁদ ঐ তারা ঐ আসমান
সবি রবে আগের মত
থাকবো না আমি শুধু
খনিকের মিছে এ জীবন
তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায়
তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায়
আমার এই হৃদয় জুরে এ এ
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
তেমনি আমিও হারিয়ে যাব
তেমনি আমিও হারিয়ে যাব
আসবোনা কভু ফিরে এএএ
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা -যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায়,আসে নাতো ফিরে।

 

 

পদ্মা মেঘনা যমুনার তীরে

 

পদ্মা মেঘনা যমুনার তীরে [ Padma Meghna Jomuna ] নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment