বনু লাহিয়ানের গাজওয়া | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

বনু লাহিয়ানের গাজওয়া | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান, পরবর্তী ঘটনা বনু লাহিয়ানের বিরুদ্ধে অভিযান। স্মরণ করুন, আল-রাজির ঘটনায় (৫১তম পর্বে আলোচনা করেছি), কয়েকটি গোত্রের লোকেরা সাহাবিদের চালাকি করে ডেকে নিয়ে গিয়ে গণহারে হত্যা করে। বনু লাহিয়ান ছিল সেইসব গোত্রের একটি। সুতরাং তাদের বিরুদ্ধে এই অভিযান স্পষ্টতই যৌক্তিক ছিল। কিন্তু প্রতিশোধ নিতে দুই বছর দেরি হয়েছিল কেন? কারণ, বনু লাহিয়ান হেজাজের যে স্থানে বাস করত তা ছিল মদিনা থেকে বেশ দূরে, তাই কিছু সময় নেওয়া হয়েছিল।

বনু লাহিয়ানের গাজওয়া | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

বনু লাহিয়ানের গাজওয়া | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

নবিজি (সা) ৩০০ জন সাহাবিকে নিয়ে ওই অভিযান (গাজওয়ায়) পরিচালনা করেন। তিনি প্রথমে কাউকে জানাননি তাঁরা কোথায় যাচ্ছেন। মদিনা থেকে বেরিয়ে প্রথমে যান উত্তর দিকে; ফলে মদিনার লোকেরা ভাবে তাঁরা উত্তরে বাসরত কোনো গোত্র বা উপজাতির বিরুদ্ধে অভিযানে যাচ্ছে। কিন্তু কিছুদূর গিয়ে নবিজি (সা) ঘুরে ঠিক উল্টো দিকে অর্থাৎ দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকেন। তখন মুসলিম বাহিনী বুঝতে পারে তারা মক্কার দিকে যাচ্ছে। মক্কার কাছাকাছি পৌঁছে নবিজি (সা) সাহাবিদের বলেন যে তাঁরা এখন বনু লাহিয়ানকে আক্রমণ করতে যাচ্ছেন।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কিন্তু বনু লাহিয়ানের লোকেরা কোনো না কোনোভাবে আগেই খবর পেয়ে গিয়েছিল মুসলিম বাহিনী তাদের আক্রমণ করতে আসছে। ফলে প্রকৃত যুদ্ধ সংঘটিত হয়নি ।

 

বনু লাহিয়ানের গাজওয়া | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ুনঃ

Leave a Comment