মুসলিমরা কেন মদিনায় হিজরতের পরও আবিসিনিয়ায় থেকে গেলেন? | উমর ও হামজার ইসলাম গ্রহণ এবং বয়কট | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

মুসলিমরা কেন মদিনায় হিজরতের পরও আবিসিনিয়ায় থেকে গেলেন? | উমর ও হামজার ইসলাম গ্রহণ এবং বয়কট, মুসলিমদের একটি অংশ মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করার পর সেখানে ১০-১১ বছর ছিলেন। এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের মাত্র দুই-তিন বছরের মধ্যেই নবি করিম (সা) মদিনায় হিজরত করেন। মদিনায় মুসলিমরা বদর, ওহুদ, খন্দকসহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু আবিসিনিয়ার মুসলিমরা সেখান থেকে কোথাও যাননি। অবশেষে খায়বারের যুদ্ধের পরে নবিজি (সা) আবিসিনিয়ায় জাফর ইবনে আবি তালিবের কাছে চিঠি পাঠিয়ে সবাইকে মদিনায় চলে আসতে বললে সবাই মদিনায় চলে আসেন।

 

মুসলিমরা কেন মদিনায় হিজরতের পরও আবিসিনিয়ায় থেকে গেলেন? | উমর ও হামজার ইসলাম গ্রহণ এবং বয়কট | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

মুসলিমরা কেন মদিনায় হিজরতের পরও আবিসিনিয়ায় থেকে গেলেন? | উমর ও হামজার ইসলাম গ্রহণ এবং বয়কট | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

এখানে প্রশ্ন জাগতে পারে, নবিজি (সা) মদিনায় ক্ষমতাসীন অবস্থায় একের পর এক যুদ্ধে জয়ী হওয়া সত্ত্বেও কেন মুসলিমদের আবিসিনিয়ায় থাকতে দিয়েছিলেন। এর উত্তর হতে পারে এরকম: নবিজি (সা) ভেবে রেখেছিলেন, যদি মদিনায় অভিবাসন শেষ পর্যন্ত টেকসই না হয়, তাহলে আবিসিনিয়াকে শেষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজে লাগানো যাবে। অর্থাৎ তিনি আবিসিনিয়াকে ‘ব্যাকআপ’ হিসেবে রেখে দিয়েছিলেন। এ থেকে নবিজির (সা) দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সক্ষমতার প্রমাণ পাই। তিনি মদিনায় নিজের অবস্থান সুদৃঢ় ও নিরাপদ করার পরেই কেবল আবিসিনিয়ার মুসলিমদের স্বদেশে ফিরিয়ে আনেন।

আবিসিনিয়ার স্থানীয় লোকেরা কি ইসলাম গ্রহণ করেছিল?

মুসলিমরা যখন আবিসিনিয়ায় ছিলেন তখন কি সেখানকার স্থানীয় অধিবাসীরা ইসলাম গ্রহণ করেছিল? তাঁরা স্থানীয়দের ইসলামের দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ ভালো জানেন। তবে যতটুকু ধারণা করা যায়, অল্প কিছু স্থানীয় লোক সেখানকার মুসলিমদের সঙ্গে মেলামেশার সুবাদে ইসলাম গ্রহণ করেন। সেখানে ইসলামের ব্যাপক বিস্তার ঘটে আরও ৫০-৬০ বছর পরে। নাজাশি নিজে ধর্মান্তরিত হলেও তাঁর দেশে সেই সময়ে ইসলামের উপস্থিতি ছিল বেশ সীমিত।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান

আবিসিনিয়ায় অবস্থানকালে নবিজির (সা) ফুপাতো ভাই উবায়দুল্লাহ ইবনে হ মারা যান। তাঁর স্ত্রী উম্মে হাবিবা, যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে, বিদেশের মাটিতে বিধবা হয়ে কিছুটা অসহায় হয়ে পড়েন। তাঁর ইদ্দতকাল শেষ হওয়ার পরে নবিজি (সা) তাঁকে নাজাশির মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। নাজাশি নিজেই ওই বিয়ের দায়িত্ব নেন, স্বপ্রণোদিত হয়ে নবিজির (সা) পক্ষ থেকে উম্মে হাবিবাকে ‘দেন মোহর’ উপহার হিসেবে দেন। তারপর উম্মে হাবিবা নাজাশির একটি প্রতিনিধিদলের সঙ্গে মদিনায় হিজরত করেন।

 

মুসলিমরা কেন মদিনায় হিজরতের পরও আবিসিনিয়ায় থেকে গেলেন? | উমর ও হামজার ইসলাম গ্রহণ এবং বয়কট | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

মক্কায় দুটি অন্যতম প্রধান ধর্মান্তর

আবিসিনিয়ায় দ্বিতীয়বারের হিজরতে মুসলিমদের একটি বড় অংশ চলে যাওয়ার পর মক্কায় মুসলিম পুরুষদের মধ্যে আনুমানিক ৩৭-৩৮ জন রয়ে গিয়েছিলেন। আল্লাহ তায়ালার বিশেষ রহমতের কারণে সেই সময় কুরাইশদের মধ্যে দুজন বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করেন:

(১) হামজা ইবনে আবদুল মুত্তালিব, এবং

(২) উমর ইবনুল খাত্তাব।

এ দুজনের ইসলাম গ্রহণ মক্কার মুসলিমদের জন্য বড় ধরনের নিরাপত্তার কারণ হয়েছিল।

আরো পড়ূনঃ

Leave a Comment