মদিনার জনগোষ্ঠী: আরব (আউস ও খাজরাজ) | মদিনাপর্বের ভূমিকা, মদিনার দ্বিতীয় জনগোষ্ঠীটি ছিল আরব। আউস ও’ খাজরাজ নামে তাদের দুটি উপজাতি সেখানে বসবাস করত। ইহুদিরা কোথা থেকে এসেছে সে বিষয়ে অনেক গবেষণার প্রয়োজন হলেও সেখানকার আরবদের বংশধারা খুব সহজেই আমরা জানতে পারি। আউস ও খাজরাজ কাহতানের বংশধর। পুরো হেজাজ (মধ্য আরব) অঞ্চলে একমাত্র মদিনাতেই কাহতানিদের বসবাস ছিল। হেজাজের বাকি অংশে ছিল আদনানিদের বাস। আমরা প্রথমদিকের পর্বগুলোতে নবিজির (সা) বংশের আলোচনায় উল্লেখ করেছি, তিনি ছিলেন একজন আদনানি।

মদিনার জনগোষ্ঠী: আরব (আউস ও খাজরাজ) | মদিনাপর্বের ভূমিকা | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন
[প্রসঙ্গক্রমে উল্লেখ্য, কিছু আধুনিক অমুসলিম পণ্ডিতের মতে, মদিনার ইহুদিরা ছিল আরব, তারা পরে ইহুদি ধর্ম গ্রহণ করেছিল। এই তত্ত্বটি খুবই হাস্যকর। যদি তাই হতো তাহলে আমরা তাদের বংশপরিচয় জানতাম। আমরা জানি, প্রত্যেক আরবের বংশের ইতিবৃত্ত ঘাঁটলে তার সঙ্গে আদনান বা কাহতানের সম্পর্কঅবশ্যই খুঁজে পাওয়া যাবে, কারণ তাঁরাই আরব অঞ্চলে দুটি বংশধারার সূচনা করেছিলেন।কিন্তু তাঁদের সঙ্গে মদিনার ইহুদিদের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় না। এমনকি তাদের নামগুলোও আরবি নাম নয়। কায়কা, কুরায়জা, নাদির-এগুলো আরবি ভাষায় আত্তীকৃত ইহুদি নাম।]
আউস ও ‘খাজরাজরা মদিনায় এসেছিল মারার শহর থেকে। অর্থাৎ তারা ছিল সাবা সম্প্রদায়ের লোক। পবিত্র কোরানে সাবার জনগণের এক বিস্ময়কর কীর্তির কথা উল্লেখ আছে। তারা বাঁধ তৈরি করতে পারত। তাদের তৈরি বাঁধ থেকে প্রবাহিত হতো নদী। আর নদীগুলোর মাধ্যমে আল্লাহ তাদের শহরের ডান এবং বাম দিকে দুটি সুন্দর উদ্যান দিয়েছিলেন।

কিন্তু যখন তারা অবাধ্য হয়ে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিল, তখন তিনি বাঁধ ভেঙে দিয়ে তাঁদের শাস্তি দিলেন। [৩৪:১৫-১৬] আনুমানিক ৩০০ খ্রিষ্টাব্দের এই ঘটনার ফলে হাজার হাজার মানুষ মারা যায়, অনেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আউস ও’ খাজরাজ ছিল অভিবাসী জনগোষ্ঠীর অংশ, যারা ইয়াসরিবে এসে ঘাঁটি প্রসঙ্গত উল্লেখ্য, আউস ও ‘খাজরাজ আসলে একই বংশোদ্ভূত, পরবর্তীকালে দুটি আলাদা উপজাতিতে বিভক্ত হয়ে পড়ে।
প্রশ্ন উঠতে পারে, আউস ও-খাজরাজ ইয়াসরিবেই কেন এল? এর উত্তর কারও জানা নেই। তবে এ বিষয়ে কিছু ধারণা প্রচলিত আছে।
ইয়াসরিবের ইহুদিদের সঙ্গে ইয়েমেনের যোগসূত্র বিবেচনায় নিলে বলা যায়, ইয়াসরিবের কাহতানি আরবরা ইয়েমেনের ইহুদিদের সঙ্গে সেখানকার কাহতানিদের শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে অবহিত ছিল। তাই আউস ও’ খাজরাজদের পক্ষে একই উৎসস্থল থেকে ইয়াসরিবে আসা ইহুদিদের সঙ্গে বসতি পড়ার ধারণাটি স্বাভাবিক বলেই মনে হয়।
আরও পড়ূনঃ