মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করার কারণ | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করার কারণ | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-১, এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সিরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হুদায়বিয়ার সন্ধি বা চুক্তি নিয়ে। এই ঘটনার মধ্য দিয়ে মক্কা বিজয়ের পটভূমি তৈরি হয়েছে এবং স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কোরানের নিম্নোক্ত আয়াতে এটিকে একটি ‘সুস্পষ্ট বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন:  “(হে নবি!) নিশ্চয়ই আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি।” [সুরা ফাতহ, ৪৮:১]

মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করার কারণ | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করার কারণ | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

হিজরতের ষষ্ঠ বছরের কোনো এক সময় নবি করিম (সা) একটি স্বপ্ন দেখেন যে, তিনি ইহরামরত অবস্থায় কাবাঘর তাওয়াফ করছেন এবং মাথা মুণ্ডন করেছেন। তিনি এই স্বপ্নটি এভাবে ব্যাখ্যা করেন যে, আল্লাহ্ তায়ালা তাঁকে ওমরা পালন করার জন্য মক্কায় যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এই স্বপ্নের উল্লেখ কোরান ও হাদিসে পাওয়া যায়: 

১. আল্লাহ তায়ালা পবিত্র কোরানে বলেছেন: “আল্লাহ তাঁর রসুলের স্বপ্ন পূর্ণ করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবে, কেউ কেউ মুণ্ডিত মাথায়, কেউ কেউ চুল কেটে। তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ জানেন তোমরা যা জান না। এ ছাড়া তিনি তোমাদের দিয়েছেন এক আসন্ন বিজয়।” [সুরা ফাতহ, ৪৮:২৭]

 

মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করার কারণ | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

২. বুখারির হাদিসে উল্লেখ আছে, হুদায়বিয়ার ঘটনার পরে উমর (রা) নবিজির (সা) কাছে গিয়ে বলেন, “হে আল্লাহর রসুল, আপনি কি আমাদের বলেননি যে আমরা তাওয়াফ করব এবং মাথা মুণ্ডন করব?” (৬৬তম পর্বে এ বিষয়ে আলোচনা করব।) নবিজি (সা) এই স্বপ্ন দেখার পর মুহাজির, আনসার এবং মদিনার আশেপাশের সব মুসলিম উপজাতির কাছে তাঁর ওমরা পালন করার ইচ্ছা প্রকাশ করেন, যাতে তাঁদের মধ্যে যাঁরা সক্ষম তাঁরা তাঁর সঙ্গে যোগ দিতে পারেন। সাহাবিরা এই খবর শোনা মাত্রই প্রস্তুতি শুরু করেন। মুহাজিররা দীর্ঘ ছয় বছর ধরে জন্মভূমি মক্কাকে দেখেননি। আমরা কল্পনা করতে পারি, সেখানে যাওয়ার জন্য তাঁরা কতটা উদগ্রীব ছিলেন। তবে মদিনার আশেপাশের বেদুইনরা এতে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায় ।

আরও পড়ুনঃ

Leave a Comment