মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

মাদ্দের বিস্তারিত আলোচনা আজকের আলোচ্য বিষয়। “মাদ্দের বিস্তারিত আলোচনা [ Discussion of Madder ]” ক্লাসটি মাদ্রাসার দাখিল [ Dakhil ] অষ্টম শ্রেণীর [ Class 8 ] কুরআন মাজিদ ও তাজভিদ [ Quran Majeed Tajweed ] বিষয়ের পাঠ। যা ৪র্থ অধ্যায়ের [ Chapter 4 ] ২য় পাঠে পড়ানো হয়।

 

মাদ্দের বিস্তারিত আলোচনা

 

মাদ্দ এর পরিচয়

মাদ্দ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা বা লম্বা করা। পরিভাষায় টানিয়া বা দীর্ঘ করে পড়ার নাম মাদ্দ।আরবীতে বিভিন্ন ধরণের মাদ্দ রয়েছে নিম্নে আমরা খুব সহজে সকল প্রকার মাদ্দ গুলো শিখব ইনশা আল্লাহ্‌।

 

তারিফু ইলমিন নাহু

 

এক আলিফ মাদ্দ এর পরিচয়

মাদ্দের হরফঃ  মাদ্দের হরফ তিনটি। যেমনঃ ( و+ ا + ى )

এক আলিফ পড়ার নিয়মঃ

১. ফাত্‌হা / যবর এর বাম পাশে খালি আলিফ। যেমনঃ  بَا

২. কাছ্‌রাহ্‌ / যের এর বাম পাশে যযম ওয়ালা ইয়া। যেমনঃ  بِيْ

৩. দম্মাহ্‌ / পেশ এর বাম পাশে যযম ওয়ালা ওয়াও। যেমনঃ  بُوْ

খাড়া যবর , খাড়া যের ,উলটা পেশঃখাড়া যবর , খাড়া যের ,উলটা পেশ  Khara Zabar Khara Zer Ultano Pes মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ। যেমনঃ     الرَّحْمَٰنِ

লীনের হরফঃ  লীনের হরফ ২টি। যবর এর বাম পাশে যযম ওয়ালা ওয়াও যবর এর বাম যযম ওয়ালা ইয়া।

এক আলিফ পড়ার নিয়মঃ
লীনের হরফ ওয়াক্‌ফের সময় এক আলিফ টেনে পড়তে হয়। যেমনঃ  الْبَيْت – قُرَيْش

তিন আলিফ মাদ্দ এর পরিচয়

২  স্থানে   তিন আলিফ পরিমাণ টানতে  হয়।

১. মাদ্দের হরফ ওয়াকফের সময় তিন আলিফ টেনে পড়তে হয়।  । যেমনঃ   – عَظِيمٌ – الْمُفْلِحُونَ
২. মাদ্দের হরফে উপর চিকন চিন্হ (3 Alif Madd মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ)  আসলে  তিন আলিফ টানিয়া পড়তে হয়। যেমনঃ Meem Madd মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

চার আলিফ মাদ্দ এর পরিচয়

মাদ্দের হরফে উপর মোটা চিন্হ (4 Alif Madd Copy মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ)  আসলে  চার আলিফ টানিয়া পড়তে হয়। যেমনঃ Meem Madd2 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

অনুশীলন

 

اَبُوْ

 

اَبِىْ

 

اَبَا

আবু-আবি-আবা-
 

اَثُوْ

 

اَثِيْ

 

اَثَا

আছু-আছি-আছা-
 

Meem Madd6 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd5 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd4 1 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

কূ-কি-কা-
 

Meem Madd9 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd8 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd7 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

রু-রি-র-
 

– وَالصَّيْفِ

 

– قُرَيْش

 

– الْبَيْت

ওয়াছ্‌ ছই-ফকুরই-শবাই-ত
 

Meem Madd12 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd11 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd10 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

লা-লী-মিন্না-
 

Meem Madd14 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd15 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

 

Meem Madd13 মাদ্দের বিস্তারিত আলোচনা | কুরআন মাজিদ ও তাজভিদ

ছ্ব-দদ্ব-ল্লানইয়া ছী-ন

 

মাদ্দের বিস্তারিত আলোচনা

মাদ্দের বিস্তারিত আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

 

Leave a Comment