মুসলিম বীরযোদ্ধারা | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

মুসলিম বীরযোদ্ধারা | ওহুদের যুদ্ধ-২, কুরাইশদের পতাকাবাহীদের বেশিরভাগ হামজার (রা) হাতে নিহত হয়।কয়েকজন আলির (রা) হাতে এবং আবু দুজানার (রা) হাতে নিহত হয়। হামজা পতাকাবাহীদেরই বিশেষভাবে টার্গেট করেছিলেন। একে একে দশ পতাকাবাহী মারা যাওয়ার পর কুরাইশদের পতাকার পতন ঘটে। ওহুদের যুদ্ধে আবু দুজানা (রা) কঠিন লড়াই করেছিলেন। জুবায়ের ইবনুল আওয়াম বহু বছর পরে এই হাদিসটি বর্ণনা করেন:

মুসলিম বীরযোদ্ধারা | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

মুসলিম বীরযোদ্ধারা | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

“নবিজি (সা) তাঁর তলোয়ারটি দিতে চাইলে আমি তা নিতে চেয়েছিলাম। কিন্তু তিনি সেটি আবু দুজানাকে দিলে আমি মনে কিছুটা খেদ অনুভব করি । তাই আমি আবু দুজানার দিকে খেয়াল রাখছিলাম। আমি দেখেছি, আবু দুজানাকে যে- ই মোকাবেলা করতে গেছে, সে-ই হেরেছে। কুরাইশ পক্ষের একজন মুসলিমদের বেশ অসুবিধায় ফেলছিল। তাই আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, “হে আল্লাহ, তাকে আবু দুজানার সামনে হাজির করুন। কিছুক্ষণের মধ্যে আবু দুজানা তাকেও ধরাশায়ী করে ফেলেন। এভাবেই তিনি তলোয়ারের হক আদায় করেছিলেন।”

ইবনে ইসহাকের বর্ণনায় আছে, আবু দুজানা বলেছেন, “(যুদ্ধের মাঠে) আমি কুরাইশ পক্ষের এমন একজনকে দেখতে পাচ্ছিলাম যাকে সবাই বেশ উৎসাহ দিচ্ছিল। আমি মনে মনে বললাম, আমি এই ব্যক্তিকে যে করেই হোক পরাজিত করব। সেই অনুসারে আমি তার কাছাকাছি গিয়ে তাকে আঘাত করার জন্য তলোয়ার তুলে ধরতেই সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নারীকণ্ঠে চিৎকার করে উঠল।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আসলে সে ছিল একজন নারী। একজন নারীকে নবিজির (সা) তলোয়ার দিয়ে আঘাত করতে আমি বিব্রত বোধ করলাম। তাই আমি সিদ্ধান্ত বদলে তাকে ছেড়ে দিলাম।” সেই নারী ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ। যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি আল-বারা ইবনে আজিব বর্ণনা করেছেন, যা সহিহ বুখারিতে লিপিবদ্ধ আছে, “ওহুদ যুদ্ধের একপর্যায়ে কুরাইশদের যোদ্ধারা পালিয়ে যাচ্ছিল। সেই সময় আমি নিজের চোখে কিছু নারীকে ঘাগরা তুলে পাহাড়ের দিকে দৌড়ে যেতে দেখেছি। আমি তাদের পা ও গোড়ালিতে ব্রেসলেটও দেখতে পেয়েছি। তারা অসহায়ের মতো দৌড়াচ্ছিল; তাদের রক্ষা করার জন্য কোনো পুরুষ সেখানে ছিল না।”

 

মুসলিম বীরযোদ্ধারা | ওহুদের যুদ্ধ-২ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

ইবনে হিশামের সিরাহ অনুসারে, তিনি আরও বর্ণনা করেছেন, “আমার স্পষ্ট মনে আছে, দৌড়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়া নারীদের মধ্যে আমি হিন্দ ও অন্যদের দেখতে পেয়েছিলাম।” সন্দেহ নেই, যুদ্ধের এই পর্যায় পর্যন্ত মুসলিমরা বেশ এগিয়েই ছিলেন। কিন্তু এর পর আমরা দেখব, কীভাবে পরিস্থিতি পুরো পাল্টে যায়। ওহুদের যুদ্ধে মুসলিম যোদ্ধাদের মধ্যে যাঁরা বীরত্বের দৃষ্টান্ত রেখে গেছেন, তাদের অন্যতম হলেন হামজা (রা) ইবনে আবদুল মুত্তালিব। ইবনে ইসহাকের তালিকা অনুসারে, হামজা (রা), আলি (রা) এবং আবু দুজানা (রা) ওহুদের যুদ্ধে সর্বাধিক সংখ্যক শত্রু নিধন করেছেন।

আরও পড়ুনঃ

Leave a Comment