৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ ২০১৯ ডাউনলোড

আরবি ভাষা শুধু মুসলিম উম্মাহর পবিত্র কিতাব আল-কুরআনের ভাষাই নয়, এটি ইসলামী জ্ঞান-বিজ্ঞানের হাজার বছরের ঐতিহ্যবাহী বাহক এবং এক বিস্তৃত সাহিত্য ও ভাষার সম্পদসমূহের আধার। ইসলামের মৌলিক উৎস—আল-কুরআন, হাদীস, ফিকহ ও তাফসির—সবই মূলত আরবি ভাষায় রচিত। তাই ইসলামী শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষার গুরুত্ব অনস্বীকার্য।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল স্তরের শিক্ষার্থীদের জন্য প্রণীত ‘কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ’ (আরবি ব্যাকরণ) পাঠ্যবইটি ২০১৯ সালের পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের ভাষাগত ভিত্তি মজবুত করার লক্ষ্যেই প্রস্তুত করা হয়েছে।

এই বইয়ে আরবি ভাষার মূল ব্যাকরণগত রূপরেখা যেমন ইসম, ফে’ল, হারফ; মারফু’, মন্সুব, মজরূর প্রভৃতি বিষয়ের সহজ ও সুস্পষ্ট ব্যাখ্যার পাশাপাশি দেওয়া হয়েছে প্রয়োজনীয় উদাহরণ, অনুশীলনী ও চর্চার সুযোগ। এতে করে শিক্ষার্থীরা কেবল মুখস্থ বিদ্যায় সীমাবদ্ধ না থেকে ব্যবহারিকভাবে আরবি ভাষার গঠন ও প্রয়োগ অনুধাবন করতে পারবে।

বইটি প্রস্তুতের সময় শিক্ষার্থীদের বয়স, মানসিক পরিপক্বতা ও শ্রেণি উপযোগিতা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। পঠন-পাঠনকে আকর্ষণীয় ও অর্থবহ করে তোলার লক্ষ্যে অধ্যায়ক্রমিক বিন্যাস, প্রশ্নোত্তর এবং ব্যাখ্যা-বিশ্লেষণ সংযোজন করা হয়েছে।

আমরা আশা করি, বইটি শিক্ষার্থীদের আরবি ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তী শ্রেণির পাঠে সফলতার ভিত্তি স্থাপন করবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও পাঠদানের সহায়ক উপকরণ হিসেবে বইটি ব্যবহার করে উপকৃত হবেন।

পরিশেষে, যাঁরা এ গ্রন্থ রচনায়, সম্পাদনায় ও প্রকাশনায় আন্তরিক শ্রম ও মনন প্রয়োগ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে পাঠকের গঠনমূলক পরামর্শ বইটিকে আরও সমৃদ্ধ করার পথ দেখাবে—এই কামনায় ইতি টানছি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম ও আমলের তাওফিক দান করুন। আমীন।

 

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ ২০১৯ ডাউনলোড

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ ২০১৯ ডাউনলোড

২০১৯ সালের দাখিল বই ডাউনলোড পিডিএফ।

Leave a Comment