শহিদদের পরিবার | ওহুদের যুদ্ধ-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

শহিদদের পরিবার | ওহুদের যুদ্ধ-৫, যুদ্ধে যাঁরা শহিদ হয়েছেন, নবিজি (সা) তাঁদের অনেকের পরিবারের কাছে নিজে গিয়ে আপনজনদের মৃত্যুসংবাদ পৌঁছে দেন। তিনি সম্ভবত সেইসব পরিবারের কাছেই গিয়েছিলেন যাদের সান্ত্বনার প্রয়োজন ছিল বেশি। তিনি যাঁদের কাছে গিয়েছিলেন, হাম্মানা বিনতে জাহশ ছিলেন তাঁদের একজন।

শহিদদের পরিবার | ওহুদের যুদ্ধ-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

শহিদদের পরিবার | ওহুদের যুদ্ধ-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

হাম্মানা ছিলেন মুসআব ইবনে উমায়েরের (রা) স্ত্রী। স্মরণ করুন, মুসআব ছিলেন মক্কার ধনী যুবক, হিজরত করা প্রথম ব্যক্তি। ইসলামে তিনি কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা নবিজি (সা) নিজে হাম্মানার কাছে যাওয়ার ঘটনা থেকে বোঝা যায় ।

নবিজি (সা) হাম্মানাকে গিয়ে বলেন, “ইহতাসিবি (অর্থাৎ, আল্লাহর কাছ থেকে তোমার পুরস্কারের প্রত্যাশা করো)।” এই কথা থেকে তিনি এই ইঙ্গিতটি দিতে চেয়েছিলেন: আমি একটি খারাপ খবর নিয়ে এসেছি, এটি সহজ হবে না, ধৈর্য ধরো।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

হাম্মানা: কী? কে?

নবিজি (সা): তোমার ভাই (ওহুদ যুদ্ধে হাম্মানার ভাইও শহিদ হয়েছেন)। হাম্মানা: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন এবং তাঁকে ক্ষমা করুন।

নবিজি (সা): ইহতাসিবি ।

হাম্মানাঃ কে?

নবিজি (সা): মুসআব ইবনে উমায়ের ।

এ কথা শুনে হাম্মানা জোরে চিৎকার করে কেঁদে উঠেন।

পরে নবিজি (সা) হাম্মানা সম্পর্কে বলেন, যা ইবনে মাজাহতে বর্ণিত আছে, “এই স্ত্রীর চোখে তার স্বামীর জন্য বিশেষ স্থান/মর্যাদা (‘মাকাম’) রয়েছে।” আমরা আরও এক নারীর কাহিনি জানি, যিনি তাঁর পিতা, স্বামী ও ভাইকে যুদ্ধে হারিয়েছেন। তাকে যখন প্রথমে তাঁর পিতার মৃত্যুর কথা বলা হলো, তখন তিনি জানতে চাইলেন, “নবিজি (সা) কেমন আছেন?” অর্থাৎ নবিজি (সা) বেঁচে আছেন কি না।

 

শহিদদের পরিবার | ওহুদের যুদ্ধ-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

উত্তরে তাঁকে বলা হলো, “তিনি ভালো আছেন।” তারপর তাঁকে যখন তাঁর স্বামীর মৃত্যুর কথা জানানো হলো, তখনও তিনি জানতে চাইলেন, “নবিজি (সা) কেমন আছেন?” শেষে যখন তাঁকে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর জানানো হলো, তখন তিনি বললেন, “এখনও নবিজিকে (সা) দেখছি না যে!” তিনি সবার সঙ্গে নবিজির (সা) ফিরে আসার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। অবশেষে তাকে নিজের চোখে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে সেই বিখ্যাত উক্তিটি করলেন, “আপনার বিপদের তুলনায় বাকি সব বিপদই তুচ্ছ।”

আরও পড়ুনঃ

Leave a Comment