নবিজির (সা) কাছে সংবাদ বয়ে নিয়ে আসা | খন্দকের (আহজাবের) যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবিজির (সা) কাছে সংবাদ বয়ে নিয়ে আসা | খন্দকের (আহজাবের) যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন, হুদায়ফা কুরাইশ শিবিরের খবরাদি নিয়ে নবিজির (সা) কাছে ফিরে এলেন। আল- বায়হাকি বর্ণনা করেছেন, ফিরে আসার পথে হুদায়ফা হঠাৎ ২০ জন ঘোড়সওয়ারের দেখা পান। তারা কোথা থেকে এল তা তিনি ঠাহর করতে পারেননি। তাদের মুখ পাগড়ি দিয়ে ঢাকা ছিল। তারা তাঁকে বলেছিল, “তোমার সঙ্গীকে (নবিজিকে (সা)) গিয়ে বলো যে আমরা তাঁর পক্ষে লড়াইয়ের কাজটি সমাধা করেছি।” আসলে ওই ঘোড়সওয়ারেরা ছিলেন ফেরেশতা।

নবিজির (সা) কাছে সংবাদ বয়ে নিয়ে আসা | খন্দকের (আহজাবের) যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

নবিজির (সা) কাছে সংবাদ বয়ে নিয়ে আসা | খন্দকের (আহজাবের) যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

হুদায়ফা মুসলিম শিবিরে গিয়ে দেখতে পেলেন, নবিজি (সা) নামাজ পড়ছেন, তাই তিনি বাইরে অপেক্ষা করতে লাগলেন। এ প্রসঙ্গে আয়েশার (রা) বর্ণিত একটি হাদিস উল্লেখ করতে হয়, যা সহিহ বুখারিতে লিপিবদ্ধ আছে: “যখনই নবিজি (সা) কোন কিছু নিয়ে চিন্তিত থাকতেন, তখনই নামাজে দাঁড়িয়ে পড়তেন।”

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

হুদায়ফা বর্ণনা করেছেন, “(দাঁড়িয়ে থাকা অবস্থায়) আমি শীতে কাঁপছিলাম। নবিজি (সা) তাঁর কোনো একজন স্ত্রীর কম্বল গায়ে জড়িয়ে ছিলেন। (নামাজের একপর্যায়ের বিরতিতে) তিনি আমাকে ওই অবস্থায় দেখে তাঁর কম্বলের ভেতর ঢুকে যেতে বললেন। তাই আমি তাঁর পায়ের কাছে বসে রইলাম যতক্ষণ না তিনি নামাজ শেষ করেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমি তাকে সুসংবাদটি দিলাম।”

 

নবিজির (সা) কাছে সংবাদ বয়ে নিয়ে আসা | খন্দকের (আহজাবের) যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

ঠিক তখনই আল্লাহ তায়ালা কোরানের এই আয়াতটি নাজিল করেন। “হে মুমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো, যখন শত্রুবাহিনী তোমাদের আক্রমণ করেছিল ও আমি তাদের বিরুদ্ধে এক ঘূর্ণিঝড় ও অদৃশ্য বাহিনী পাঠিয়েছিলাম। তোমরা তখন যা করছিলে, আল্লাহ তা প্রত্যক্ষ করেছেন।” [সুরা আহজাব, ৩৩:৯]

আরও পড়ুনঃ

Leave a Comment