সুমামার কাহিনি থেকে আমাদের জন্য লক্ষণীয় | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

সুমামার কাহিনি থেকে আমাদের জন্য লক্ষণীয় | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান, ১. নবিজির (সা) করা দোয়ার ফল একের পর এক পাওয়া যাচ্ছিল। এ থেকে আমরা আল্লাহর কাছে নবিজির (সা) বিশেষ অবস্থান এবং উচ্চ মর্যাদার প্রমাণ পাই ।

২. আল্লাহ মুমিনদের বিভিন্ন উপায়ে সাহায্য করেন। সুমামা ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া তেমনি একটি উপহার। যেহেতু তিনি ছিলেন বনু হানিফা গোত্রের নেতা, সেহেতু তাঁর ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে তাঁর গোত্রের অধিকাংশ লোকই ইসলাম গ্রহণ করে। ফলে, মুমিনদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ৩. ভদ্রতা ও সদাচরণ আমাদের যা দিতে পারে কঠোরতা ও দুর্ব্যবহার তা দিতে পারে না। তিন দিন ধরে সুমামাকে অত্যন্ত সম্মান ও যত্নের সঙ্গে রাখা হয়েছিল। তিন দিন পরে নবিজি (সা) তো তাঁকে মুক্তিই দিয়ে দিলেন! এসব দেখে ইসলামের প্রতি তাঁর মন নরম হয়।

সুমামার কাহিনি থেকে আমাদের জন্য লক্ষণীয় | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

সুমামার কাহিনি থেকে আমাদের জন্য লক্ষণীয় | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

৪. অমুসলিমদেরও মসজিদে প্রবেশের অনুমতি আছে। পুরো সিরাহে অমুসলিমদের মসজিদে প্রবেশ এবং সেখানে থাকার অনেক উদাহরণ আছে। নবিজি (সা) নাজরানের খ্রিষ্টানদের মসজিদে শুধু থাকতেই দেননি, তাদের সেখানে উপাসনা করারও অনুমতি দিয়েছিলেন।

৫. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করার আগে তার গোসল করা উচিত। এটি একটি সুপরিচিত ইসলামি রীতি। এমনকি সুমামাও জানতেন যে তাঁকে ইসলাম গ্রহণ করার আগে গোসল করতে হবে। এ ক্ষেত্রে গোসল করা     বাধ্যতামূলক (ওয়াজিব) নয়, তবে তা করা ভালো। এটা নিজেকে পবিত্র করার একটি প্রতীকী পন্থা।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

৬. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে সে যেন তার চলমান ভালো কাজটি বন্ধ না করে। সুমামা ওমরা করার জন্য যাত্রা শুরু করেছিলেন, নবিজি (সা) তাঁকে তা শেষ করতে বলেন।

৭. আমরা এই ঘটনায় কুরাইশদের ভণ্ডামির নমুনা দেখতে পাই। তারা শুধু মুসলিম হওয়ার কারণে অনেক আত্মীয়-পরিজনকে বাড়িছাড়া করেছে। অথচ নিজেরা বিপদে পড়ে নবিজিকে (সা) বলছে, ‘তুমি তো সবাইকে আত্মীয়স্বজনদের প্রতি সদয় হতে বলছ, কিন্তু তুমি তো আমাদের প্রতি সদয় হচ্ছ না।’

 

সুমামার কাহিনি থেকে আমাদের জন্য লক্ষণীয় | খন্দক ও হুদায়বিয়ার মাঝে ছোট ছোট অভিযান | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

৮. সন্দেহ নেই যে নবিজি (সা) কুরাইশদের প্রতি কঠোর ছিলেন। তিনি তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত ছিলেন, যেখানে দুই পক্ষ একে অপরকে হত্যা করার চেষ্টা করেছে । কিন্তু নবিজি (সা) কখনো চাননি শত্রুপক্ষের নারী ও শিশুরা অনাহারে থাকুক। এখানে কঠোরতার সঙ্গে যথাযথ ক্ষেত্রে করুণা প্রদর্শনের মিশ্রণ দেখতে পাই।

আরও পড়ুনঃ

Leave a Comment