৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের বাংলা সাহিত্য ২০২৩

বাংলা সাহিত্য আমাদের জাতির অতীত ও বর্তমান জীবনের জীবন্ত ইতিহাস। এটি আমাদের সংস্কৃতি, চিন্তা ও আবেগের বহিঃপ্রকাশ। ৯ম ও ১০ম শ্রেণির দাখিল স্তরের বাংলা সাহিত্য শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে বাংলার সমৃদ্ধ সাহিত্যকর্ম ও সৃষ্টিশীল লেখকদের সঙ্গে পরিচিত হওয়া হয়।

বাংলা সাহিত্যের এই অধ্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন যুগের কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধের মাধ্যমে ভাষা ও সাহিত্যিক রুচি গড়ে তোলে। এতে রয়েছে নবজাগরণের সাহিত্য থেকে শুরু করে আধুনিক ও সমসাময়িক সাহিত্যকর্ম। শিক্ষার্থীরা শুধু পাঠ্য বিষয় শিখে না, বরং সাহিত্যকে উপলব্ধি করে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও চিন্তার প্রসার ঘটায়।

এই পাঠ্যসূচি শিক্ষার্থীদের বাংলা ভাষার গভীরতা ও বৈচিত্র্য অনুধাবন করতে সহায়তা করবে। পাশাপাশি সাহিত্যিক শিল্পকলার মাধ্যমে চিন্তাশীল ও সংস্কৃতিসম্মত ব্যক্তি হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করবে।

২০২৩ সালের দাখিল স্তরের বাংলা সাহিত্যে আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকাশ করা এবং তাদের ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। এই শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়গুলো শিক্ষার্থীদের ভাষার দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সাহিত্যরুচি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসুন, বাংলা সাহিত্যের এই রত্নভাণ্ডার থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে তাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে গড়ার পথে এগিয়ে যায়।

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের বাংলা সাহিত্য ২০২৩

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের বাংলা সাহিত্য ২০২৩

নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য শীর্ষক পাঠ্যপুস্তকটি নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত হয়েছে। পাঠ্যপুস্তকটির গল্প, প্রবন্ধ ও কবিতা এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে একদিকে শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের ঐতিহাসিক ধারাক্রম সম্পর্কে অবগত হয় এবং অন্যদিকে এ দেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া এই জনগোষ্ঠীর জীবনযাপন, মুক্তিযুদ্ধের মহান অর্জন, দেশপ্রেম, মানবতাবোধ, প্রকৃতি-চেতনা, নারী-পুরুষের সমমর্যাদাবোধ, ভ্রাতৃত্ববোধ ও বিজ্ঞানচেতনা ইত্যাকার বিষয়ও পাঠ্যপুস্তকটি প্রণয়নে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে।

সুস্থ চিন্তার চর্চা ও পরিচ্ছন্ন জীবনবোধ সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিষয়টি শিক্ষার্থীদের কাছে সহজপাঠ্য, আকর্ষণীয় ও সহজবোধ্য করার জন্য ২০১৭ ও ২০২০ সালে পাঠ্যপুস্তকটিতে পরিমার্জন, সংযোজন ও পরিবর্ধন করা হয়েছে।

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের বাংলা সাহিত্য ২০২৩

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের বাংলা সাহিত্য ২০২৩

 

দাখিল স্তরের বাংলা সাহিত্য সূচিপত্র

গদ্য

  • প্রত্যুপকার গদ্য
  • ফুলের বিবাহ
  • সুভা গদ্য
  • লাইব্রেরি গদ্য
  • দেনাপাওনা গদ্য
  • বই পড়া
  • অভাগীর স্বর্গ
  • নিরীহ বাঙালি
  • পল্লিসাহিত্য গদ্য
  • উদ্যম ও পরিশ্রম
  • জীবনে শিল্পের স্থান
  • আম-আঁটির ভেঁপু
  • মানুষ মুহম্মদ (স.)
  • নিমগাছ গদ্য
  • উপেক্ষিত শক্তির উদ্বোধন
  • শিক্ষা ও মনুষ্যত্ব
  • লাইব্রেরি গদ্য
  • প্রবাস বন্ধু
  • মমতাদি গদ্য
  • রহমানের মা
  • পয়লা বৈশাখ
  • বনমানুষ গদ্য
  • একাত্তরের দিনগুলি
  • স্বাধীনতা আমার স্বাধীনতা
  • বাঁধ গদ্য
  • আমাদের সংস্কৃতি
  • সাহিত্যের রূপ ও রীতি
  • বাঙলা শব্দ
  • রক্তে ভেজা একুশ
  • নিয়তি গদ্য
  • তথ্য প্রযুক্তি

 

islamiagoln.com google news
আমাদেরকে গুগুল নিউজে ফলো করুন

 

কবিতা

  • বন্দনা কবিতা
  • হাম্‌দ্‌ কবিতা
  • বঙ্গবাণী কবিতা
  • কপোতাক্ষ নদ
  • জীবন—সঙ্গীত
  • প্রাণ কবিতা
  • জুতা-আবিষ্কার
  • অন্ধবধূ কবিতা
  • ঝর্ণার গান
  • ছায়াবাজি কবিতা
  • জীবন বিনিময়
  • আজ সৃষ্টি-সুখের উল্লাসে
  • মানুষ কবিতা
  • উমর ফারুক
  • সেইদিন এই মাঠ
  • যাব আমি তোমার দেশে
  • একটি কাফি
  • আমার দেশ
  • আশা কবিতা
  • বৃষ্টি কবিতা
  • আমি কোনো আগন্তুক নই
  • মে-দিনের কবিতা
  • পোস্টার কবিতা
  • রানার কবিতা
  • তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
  • অবাক সূর্যোদয়
  • আমার পরিচয়
  • বোশেখ কবিতা
  • চুনিয়া আমার আর্কেডিয়া

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের বাংলা সাহিত্য ২০২৩

 

  • স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
  • সাহসী জননী বাংলা
  • মিছিল কবিতা

আরও দেখুনঃ

Leave a Comment