ধর্মতাত্ত্বিক বিষয়: ইসলামে নামাজের মর্যাদা | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

ধর্মতাত্ত্বিক বিষয়: ইসলামে নামাজের মর্যাদা | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত-রহিতকরণ,  কেবলা পরিবর্তনের বিধান আসার পর সাহাবিরা নবি করিমকে (সা) জিজ্ঞেস করেন, “যাঁরা এ যাবৎ বায়তুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন এবং এই আয়াত নাজিল হওয়ার আগেই মারা গিয়েছেন, তাঁদের নামাজের কী হবে? আল্লাহ কি তাঁদের নামাজ কবুল করবেন?” আমরা জানি, ইসরা ও মিরাজের পর থেকেই নামাজ ফরজ হয়েছে। সুতরাং সাহাবিরা জানতে চাইছেন এই ৩-৫ বছর ধরে কি মুসলিমরা ভুল দিকে ফিরে নামাজ পড়েছেন? এ প্রসঙ্গে আল্লাহ বলেন:

“আল্লাহ এমন নন যে, তিনি তোমাদের ইমানকে ব্যর্থ করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু ও মেহেরবান।” [সুরা বাকারা, ২:১৪৩]

 

ধর্মতাত্ত্বিক বিষয়: ইসলামে নামাজের মর্যাদা | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

ধর্মতাত্ত্বিক বিষয়: ইসলামে নামাজের মর্যাদা | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আমাদের অনেক ক্লাসিক্যাল পণ্ডিত ওপরের আয়াতটিকে নামাজের-মর্যাদার ও গুরুত্বের প্রাথমিক প্রমাণ হিসেবে এই বলে উপস্থাপন করেন যে, মুসলিম হওয়ার জন্য নামাজ আবশ্যকীয়। এই আয়াতটিই তাঁদের প্রধান প্রমাণ। সাহাবিদের জিজ্ঞাসা এবং উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহর জবাব—এই দুটোর সমন্বয় করে ইমাম বুখারি বলেছেন, “আল্লাহ তাঁদের নামাজকে তাদের ইমান হিসেবে আখ্যায়িত করেছেন।” অর্থাৎ নামাজ ছাড়া আপনার ইমানের অস্তি ত্ব নেই। সুতরাং নামাজ মুসলিম হওয়ার একটি শর্ত, বিলাসিতা নয়। পবিত্র কোরানের আয়াতটিই | 2:143] তার প্রাথমিক প্রমাণ ।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ইবনুল কাইয়িম এ বিষয়ে হুকুম তারিক আল-সালাহ (নামাজ অবহেলা করার বিধান) নামে একটি পূর্ণাঙ্গ বই লিখেছেন। বইটিতে তিনি কয়েক ডজন হাদিসসহ পবিত্র কোরান থেকে ২২টি আয়াত উল্লেখ করেছেন। ব্যবহৃত আয়াতগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: (৯:১১), [98:82-83], [15:31], [99:48, [00:00] সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস অনুসারে, নবিজি (সা) বলেছেন, “যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, সে একজন কাফের।”

 

ধর্মতাত্ত্বিক বিষয়: ইসলামে নামাজের মর্যাদা | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ুনঃ

Leave a Comment