জয়নব বিনতে খুজায়মা (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

জয়নব বিনতে খুজায়মা (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে, নবি করিম (সা) তারপর বিয়ে করেছিলেন জয়নব বিনতে-খুজায়মা আল- হিলালিয়াকে। জয়নব নামে নবিজির (সা) দুজন স্ত্রী ছিলেন। অন্যজন ছিলেন জয়নব বিনতে জাহশ, তিনি ছিলেন কুরাইশ এবং নবিজির (সা) ফুপাতো বোন । জয়নব বিনতে-খুজায়মা কুরাইশ ছিলেন না, ছিলেন নজদের বনু হিলাল পোত্রের। অনেকে এই দুই জয়নবের মধ্যে গুলিয়ে ফেলে।

জয়নব বিনতে খুজায়মা (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

জয়নব বিনতে খুজায়মা (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

জয়নব বিনতে-খুজায়মা ছিলেন নবিজির (সা) জীবদ্দশায় মৃত্যুবরণকারী দুই স্ত্রীর একজন (অন্যজন খাদিজা)। তাঁর সঙ্গে বিয়েটি খুব অল্প সময়ের জন্য ছিল; কেউ বলে তিন মাস, কেউ বলে পাঁচ মাস, আবার কেউ বলে আট মাস। তাঁর সম্পর্কে আমাদের বেশি কিছু জানা নেই। এক বর্ণনায় আছে, তিনি জাহেলি যুগে নবিজির (সা) চাচাতো ভাই তুফায়েল ইবনুল হারিস ইবনে আবদুল মুত্তালিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিচ্ছেদ হওয়ার পর উবায়দা ইবনুল হারিসের সঙ্গে তাঁর বিয়ে হয়। উবায়দা ছিলেন বদরের যুদ্ধে মুসলিমদের পক্ষে মুবারাজায় অংশ নেওয়া তিনজনের একজন। যুদ্ধে তার পা কাটা যায় এবং তিনি শেষ পর্যন্ত মারা যান।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

জয়নব বিনতে-খুজায়মা অত্যন্ত উদার হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি এতিম ও দরিদ্রদের প্রতি যত্নশীল ছিলেন বলে তাঁকে ‘উম্মুল মাসাকিন’ (দরিদ্রের মা) বলে ডাকা হতো। ইসলাম-পূর্ব সময়েও তাঁর এই উন্নত মানবিক গুণের খ্যাতি ছিল। উবায়দা ইবনুল হারিস মৃত্যুবরণ করলে নবিজি (সা) জয়নবকে বিয়ে করেন। সময়টা ছিল সম্ভবত হিজরতের তৃতীয় বছর। তিনি বিয়ের পরে মাত্র কয়েক মাস বেঁচে ছিলেন, হিজরতের চতুর্থ বছরের রবিউল আউয়াল মাসে তিনি মারা যান। নবিজির (সা) স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম বাকি আল- ঘরকাদে সমাধিস্থ হন।

 

জয়নব বিনতে খুজায়মা (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ুনঃ

Leave a Comment