আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক রচিত ইসলামিক বই

আমাদের আজকের আর্টিকেলটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক রচিত ইসলামিক-বই সম্পর্কে |

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক রচিত ইসলামিক বই

 

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক রচিত ইসলামিক বই

 

 

লেখক পরিচিতিঃ

জন্মঃ শায়খ আব্দুর রাজ্জাক বিন-ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন। পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম মউনাথভাঞ্জান থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন।
তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীর নিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন। শায়খের বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মাজহাব ও মাসলাক নির্বিশেষে আম মুসলমানদের উদ্দেশ্যে নসীহত মূলক বক্তব্য দেন ।
islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক রচিত ইসলামিক বই
আরও দেখুনঃ

Leave a Comment