ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক রচিত ইসলামিক বই

আমাদের আজকের আর্টিকেলটি ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক রচিত ইসলামিক-বই সম্পর্কে |

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক রচিত ইসলামিক বই

 

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক রচিত ইসলামিক বই

 

প্রাথমিক জীবনঃ

ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঝিনাইদাহের ধোপাঘাট অঞ্চলের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছেন খন্দকার আনোয়ারুজ্জামান এবং মা হচ্ছেন বেগম লুৎফুন নাহার।

ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসা। এখান থেকেই পর্যায়ক্রমে দাখিল, আলিম, ফাজিল এবং ১৯৭৯ সালে হাদিস বিভাগে কামিল পাশ করেন। তারপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে সৌদি আরবে চলে যান এবং তিনি সৌদি আরবের রিয়াদের মোহাম্মাদ বিন সাউদ ইসলামী উচ্চ-বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেন। ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন

 

আল ফিকহুল আকবার
আল মউযুআত
আল্লাহর পথে দাওয়াত
ইসলামী আকীদা
ইসলামে পর্দা
ইসলামের নামে জঙ্গিবাদ
ঈদ ই মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তকঃ একটি ঐতিহাসিক পর্যালোচনা
উশর বা ফসলের যাকাত
এহইয়াউস সুনান বা সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন
কিতাবুল মোকাদ্দস ইঞ্জিল শরীফ ঈসায়ী ধর্ম
কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা
কুরআন-সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা
কুরবানী ও জাবীহুল্লাহ
খুতবাতুল ইসলাম
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
মুনাজাত ও নামায
রাহে বেলায়াত ও রাসুলুল্লাহর সাঃ যিকির-ওযীফা
শবে-বরাত ফযীলত ও আমল
সহীহ মাসনূন ওযীফা
সালাতের মধ্যে হাত বাঁধার বিধান
হাদীসের নামে জালিয়াতিঃ প্রচলিত মিথ্যা হাদীস ভিত্তিহীন কথা

 

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক রচিত ইসলামিক বই

 

কর্মজীবনঃ

দেশে ফেরার পর তিনি ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেছিলেন। এখানে শিক্ষকতা করার সময় তিনি ১৯৯৯ সালে ইন্দোনেশিয়া থেকে ইসলামী উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৯ সালে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে উন্নীত হন। এছাড়াও ঢাকার দারুসসালাম মাদ্রাসায় খন্ডকালীন শায়খুল হাদীস হিসেবে তিনি বুখারী শরীফের উপর পাঠ দান করতেন।

আরও দেখুনঃ

Leave a Comment