মুফরাদ ও মুরাক্কাব | আরবি ব্যাকরণ

মুফরাদ ও মুরাক্কাব আজকের আলোচনার বিষয়। “মুফরাদ ও মুরাক্কাব” ক্লাসটি “ইল্মুন নাহ্‌ব [Ilmun Nahab]” বিষয়ক আজ ২য় ক্লাস। আরবির ব্যাকরণকে [Arabic grammar] বলা হয় “ক্বাওয়াঈদুল লুগাতি”। এটি আবার দুটি ভাগে বিভক্ত। তন্মধ্যে একটি হচ্ছে ‘নাহু-বিদ্যা’ আর অপরটি ‘সরফ-বিদ্যা।

 

মুফরাদ ও মুরাক্কাব

 

আমরা জানি موضوع দুই প্রকার। যথা-
একঃمفرد(মুফরাদ) একক শব্দ
দুইঃمركب(মুরাক্কাব) যুক্ত শব্দ

একঃمفرد এর আলোচনা-
মুফরাদ বা مفرد আরবি ভাষায় প্রত্যকটি অর্থবোধক একক শব্দকে বলে। অর্থাৎ কোনো শব্দের অর্থ থাকতে হবে এবং আলাদাভাবে একক অবস্থায় ব্যবহার হবে ।

 

মুফরাদ ও মুরাক্কাব

যেমন-(১)كتاب(কিতাবুন) অর্থ একটি বই
এখানে كتاب আলাদাভাবে ব্যবহার হয়েছে এবং এর অর্থও আছে এজন্য এটি মুফরাদ।

(২) في   ফি,  অর্থ মধ্যে।
এখানে في শব্দটি আলাদাভাবে একক অবস্থায় হয়েছে এবং এর অর্থও আছে।  এজন্য এটি মুফরাদ।

(৩) ضرب زيد(দ্বরাবা যাইদুন) অর্থ যায়েদ প্রহার করল এখানে ضرب টি আলাদা ভাবে একক অবস্থায় ব্যবহার হয়েছে এবং এর অর্থও আছে তাই এটি মুফরাদ।

অনুরুপভাবে একটি জুমলার মাঝে যতগুলো শব্দ আছে সবগুলো আলাদা আলাদাভাবে মুফরাদ।

যেমন-إن الدين عند الله الإسلام

উল্লেখ্যঃ জানার ব্যাপার হচ্ছে مفرد এর অপর নাম كلمة(কালিমা)

মুরাক্কাব বা مركب কাকে বলে

মুরাক্কাব বা مركب  বলা হয় একাধিক
মুফরাদ একত্র হওয়াকে। অর্থাৎ দুই বা ততোধিক মুফরাদ একত্র হলে এদের যুক্ত হওয়াকে مركب বলা হয়।

যেমন-(১)غلام زيد(গুলামু যায়দিন) অর্থ-যায়েদের গোলাম।
এখানে غلام এবং زيد এই দুটি মুফরাদের সমন্বয় হয়েছে এজন্য এটি مركب হয়েছে।

(২) ضرب زيد عمروا অর্থ-যায়েদ আমরকে প্রহার করেছে।এখান তিনটি মুফরাদের সমন্বয়ে مركب হয়েছে।

 

আরবি ব্যাকরণ মুফরাদ ও মুরাক্কাব | আরবি ব্যাকরণ

 

আরবি ব্যাকরণ:

আরবি ব্যাকরণ বা আরবি ভাষাবিজ্ঞান (আরবি: النحو العربي আন-নাহু আল-আরাবি বা আরবি: عُلُوم اللغَة العَرَبِيَّة উলুম আল-লুগাহ আল-আরাবিয়াহ), সংক্ষেপে নাহু, হল আরবি ভাষার ব্যাকরণ। আরবি ব্যাকরণ হল এমন একটি বিজ্ঞান যা অধ্যায়নের দ্বারা আরবি শব্দের শেষ অক্ষরের অবস্থা-বিধান (যের-যবর-পেশ ইত্যাদি প্রয়োগ) জানা যায় এবং বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জিত হয়। আরবি হল একটি সেমেটিক ভাষা। অন্যান্য সেমিটিক ভাষার ব্যাকরণের সাথে এ ভাষার ব্যাকরণের অনেক মিল রয়েছে।

 

মুফরাদ ও মুরাক্কাব নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ 

Leave a Comment