মাবনী আরবি ব্যাকরণ আজকের আলোচনার বিষয়। মাবনী [ اَلْـمَبْنِى ] ক্লাসটি “ইল্মুন নাহ্ব [Ilmun Nahab]” বিষয়ক আজ ৬ষ্ট ক্লাস। আরবির ব্যাকরণকে [Arabic grammar] বলা হয় “ক্বাওয়াঈদুল লুগাতি”। এটি আবার দুটি ভাগে বিভক্ত। তন্মধ্যে একটি হচ্ছে ‘নাহু-বিদ্যা’ আর অপরটি ‘সরফ-বিদ্যা’।
মাবনী আরবি ব্যাকরণ
(মাবনী)
@যে সকল اِسْمُ নিজস্ব اِعْرَابٌ ব্যাতীত অন্য কোন اِعْرَابٌ গ্রহন করেনা বরং সকল সময় একই অবস্থায় থাকে তাকে اَلْمَبْنِى (স্বরচিহ্ন অপরিবর্তনশীল) বলে।

উদাহরণঃ- مَنْ، مَا، اَيْنَ، كَيْفَ، عَلَى، اُكْتُبْ، لاَتَضْرِبْ، هََذَا، ذَالِكَ
@ اَلْمَبْنِى এর প্রকারভেদঃ اَلْمَبْنِى ১২ প্রকার নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো।
- اَلْضَمِيْر ঃ ব্যক্তিবাচক সর্বনাম; যথা- هُوَ، هُمَا، هُمْ،هِىَ، هُنَّ
- اَسْمَاءِ الاِشَارَاتْ ঃ নির্দেশক সর্বনাম; যথা- هَذَا، هَذِهِ، هَذَانِ
- اَسْمَاءِ الْمَوْصُوْلاَتْ ঃ সম্মন্ধবাচক সর্বনাম; যথা- اَلَّذِى، اَلَّتِى، اَلَّذَانِ
- الْكِنَايَاتْ اَسْمَاءِ ঃ ইংগিতবাচক সর্বনাম; যথা-كَمْ، كَذَا
- اَسْمَاءِ الاَصْوَاتْ ঃ স্বর বোধক বিশেষ্য; যথা- بَحْ، بَخْ، غَاقَ، اَحْ، اَخْ،
- اَسْمَاءِ الأَفْعَالْ ঃ ক্রিয়াবাচক বিশেষ্য; যথা- رُوَيْدَ، بَلْهَ
- اَسْمَاءِ الظَّرُوْفْ ঃ সময় বা স্থান বাচক বিশেষ্য; যথা- بَعَدَ، قَبْلَ، مَتَى،إذَا
- اَلْمُرَكَّبَاتُ الْبِنَائِيَّةُ ঃ মূল যৌগিক শব্দ; যথা- اَحَدَ عَشَرَ، إثْنَا عَشَرَ
- فِعْلٌ مَاضِى ঃ অতীত কালীন ক্রিয়া; যথা- كَتَبَ
- فِعْل مُضَارِع ঃ مُضَارِعٌ এর পুর্বে নসব এবং যযম দানকারী অব্যায় না থাকলে তা মাবনী হবে; যথা- يَكْتُبُ
- اَلأمْرُ وَالنَّهِىُ ঃ আদেশ সুচক ও নিষেধ সুচক ক্রিয়া; যথ- أُكْتُبْ لاَتَكْتُبْ
- সমস্থ حَرْفٌ ঃ অব্যায় সমূহ ; kb¡-عَلَى، أَنَّ، إِنَّ،
Note: ماضى, امر حاصر معروف, جملة الحروف এই তিনটি পদকে مبنى اصل বলে।
আরবি ব্যাকরণ:
আরবি ব্যাকরণ বা আরবি ভাষাবিজ্ঞান (আরবি: النحو العربي আন-নাহু আল-আরাবি বা আরবি: عُلُوم اللغَة العَرَبِيَّة উলুম আল-লুগাহ আল-আরাবিয়াহ), সংক্ষেপে নাহু, হল আরবি ভাষার ব্যাকরণ। আরবি ব্যাকরণ হল এমন একটি বিজ্ঞান যা অধ্যায়নের দ্বারা আরবি শব্দের শেষ অক্ষরের অবস্থা-বিধান (যের-যবর-পেশ ইত্যাদি প্রয়োগ) জানা যায় এবং বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জিত হয়। আরবি হল একটি সেমেটিক ভাষা। অন্যান্য সেমিটিক ভাষার ব্যাকরণের সাথে এ ভাষার ব্যাকরণের অনেক মিল রয়েছে।
মাবনী আরবি ব্যাকরণ নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ