সংখ্যার হিসেবে ইসমের প্রকার “অয়াহেদ তাসনিয়া জমা” | আরবি ব্যাকরণ

সংখ্যার হিসেবে ইসমের প্রকার “অয়াহেদ তাসনিয়া জমা” আজকের আলোচনার বিষয়। সংখ্যার হিসেবে ইসমের প্রকার “অয়াহেদ তাসনিয়া জমা” ক্লাসটি “ইল্মুন নাহ্‌ব [Ilmun Nahab]” বিষয়ক আজ ১২ম ক্লাস। আরবির ব্যাকরণকে [Arabic grammar] বলা হয় “ক্বাওয়াঈদুল লুগাতি”। এটি আবার দুটি ভাগে বিভক্ত। তন্মধ্যে একটি হচ্ছে ‘নাহু-বিদ্যা’ আর অপরটি ‘সরফ-বিদ্যা’।

 

সংখ্যার হিসেবে ইসমের প্রকার “অয়াহেদ তাসনিয়া জমা”

 

( إسم ) ইসিম কাকে বলে?

ইসিম ( إسم একটি আরবি শব্দ। ইসিম শব্দটি একবচন, বহুবচনে আসমাউন। এর শাব্দিক অর্থ – নাম বা বিশেষ্য।

আরবি ব্যাকরণ অনুযায়ী – যে শব্দ কোন কিছুর নাম বা গুণ বোঝায়, তাকে ইসিম বলে।

অন্যভাবে বলা যায়, যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার সাথে তিন কালের কোনো কালের সম্পর্ক থাকে না তাকে ইসিম বলে

ইসম এর আরবি সংজ্ঞা – هو ما دل على معنى فى نفسه ولا يقترن بأحد الأزمنة الثلاثة

  • যেমনঃ
  • খালিদ – ব্যক্তির নাম।
  • কিতাব – বস্তুর নাম।

 

অয়াহেদ তাসনিয়া জমা

 

 

ইসম কত প্রকার?

এই পর্বে আমারা ইসম এর প্রকারভেদ সম্পর্কে জানবো। ইসম এর প্রকারভেদ নিয়ে একটু বিস্তারিত আলচোনা প্রয়োজন। সাধারণত ইসম ৩ প্রকার। যথা –

  • ইসমে জামেদ ( إسم جامد )
  • ইসমে মাসদার (إسم مصدر )
  • ইসমে মুশতাক ( إسم مشتق )

আবার গঠন অনুসারে ইসিম ২ প্রকার। যথা –

  • ইসমে জামেদ ( إسم جامد )

যে ইসম অন্য কোন ইসম থেকে গঠিত নয় তাকে ইসমে জামেদ বলে

  • ইসমে মুশতাক ( إسم مشتق )

যে ইসম ইসমে মাসদার থেকে গঠিত হয় তাকে ইসমে মুশতাক বলে।

 

ইসিমের আলামত কি কি?

ইসম এর প্রধান আলামত ৩ টি। যথা –

  • শব্দের শুরুতে আলিফ লাম ( ال ) থাকা। যেমন – الكتاب
  • শব্দের শেষে তানবিন থাকা। যেমন – كتبٌ
  • শব্দের শেষে গোল তা ( ةٌ ) থাকা। যেমন – شجرةٌ

 

মাবনী আরবি ব্যাকরণ

 

আরবি ব্যাকরণ:

আরবি ব্যাকরণ বা আরবি ভাষাবিজ্ঞান (আরবি: النحو العربي আন-নাহু আল-আরাবি বা আরবি: عُلُوم اللغَة العَرَبِيَّة উলুম আল-লুগাহ আল-আরাবিয়াহ), সংক্ষেপে নাহু, হল আরবি ভাষার ব্যাকরণ। আরবি ব্যাকরণ হল এমন একটি বিজ্ঞান যা অধ্যায়নের দ্বারা আরবি শব্দের শেষ অক্ষরের অবস্থা-বিধান (যের-যবর-পেশ ইত্যাদি প্রয়োগ) জানা যায় এবং বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জিত হয়। আরবি হল একটি সেমেটিক ভাষা। অন্যান্য সেমিটিক ভাষার ব্যাকরণের সাথে এ ভাষার ব্যাকরণের অনেক মিল রয়েছে।

 

সংখ্যার হিসেবে ইসমের প্রকার “অয়াহেদ তাসনিয়া জমা” নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ 

Leave a Comment