সাত কারির সংক্ষিপ্ত ইতিহাস | কুরআন মাজিদ ও তাজভিদ

সাত কারির সংক্ষিপ্ত ইতিহাস আজকের আলোচনার বিষয়। “সাত কারির সংক্ষিপ্ত ইতিহাস [ history of the seven curries ]” কুরআন মজিদ ও তাজভিদ [ quran majeed tajweed ] বিষয়ের পাঠ, যা ৯ম শ্রেণীতে [Dakhil Class – 9 ] পড়ানো হয়। “সাত কারির সংক্ষিপ্ত ইতিহাস [ history of the seven curries ]” পাঠটি “কুরআন মাজিদ ও তাজভিদ” বিষয়টিতে বা “৩য় অধ্যায় [Chapter- 3]” এর ৩য় ও ৪র্থ পড়ানো হয়।

 

সাত কারির সংক্ষিপ্ত ইতিহাস

 

সাত ক্বারী (আরবি: القراء السبعة) হল সাতজন অভিজ্ঞ ক্বারী, যারা আল-কুরআন পাঠের অনুপুঙ্খ নিয়ম নীতির সাথে কিরাআত আয়ত্ত করেছেন এবং ঐতিহাসিকভাবে অনুমোদিত ও নিশ্চিত পদ্ধতিতে কোরআন তেলাওয়াত বিষয়ে প্রতিষ্ঠিত প্রসিদ্ধি অর্জন করেছেন- ইসলামি দুনিয়ায় এই মহান সাত ব্যক্তিকে সাত ক্বারী বলে।

 

সাত কারির

 

বর্ণনা

সাত পাঠক হলেন সবচেয়ে বিখ্যাত ক্বারী (আবৃত্তিকারী)। যাদের কাছ থেকে সুপঠন-রীতিতে কুরআন পাঠ-পদ্ধতি গৃহীত হয়েছে। এতে শব্দের পাঠ কুরআনের কিছু আয়াতের সংগতি ভিন্ন হয়। তাদের নাম কুরআনের বিজ্ঞানের বইয়ে প্রকাশিত হয়েছে এবং তারা তৃতীয় স্তরের তেলাওয়াত (আরবি: طَبَقَاتُ الْقُرَّاءِ) এর অন্তর্ভুক্ত ।

 

ইতিহাস

আল-কুরআনের পঠন-রীতি-পদ্ধতি তথা কিরাআতের বিভিন্ন মাযহাবের অনুসরণে দশটি কিরাআত রয়েছে। প্রতিটি কিরআতের নাম একজন ক্বারী-এর নাম থেকে এর নামকরণ এসেছে। এই দশটি কিরাআত মূল সাতটি থেকে জারি করা হয়েছে যা নিশ্চিত করা হয়েছে (মুতাওয়াতির) (আরবি: قِرَاءَاتٌ مُتَوَاتِرَةٌ) ; এই সাতজন কুরআনের ক্বারী ইসলামের দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে বসবাস করেছিলেন।

ইসলামের চতুর্থ শতাব্দীর সুবিজ্ঞ আলেম আবু বকর ইবনে মুজাহিদ এই সাতটি কিরাআতের প্রথম অনুমোদন করেছিলেন, যাতে আমাদের কাছে কুরআন পাঠে ইলমে তাজবিদ অনুযায়ী কিরাআত পদ্ধতি প্রতিষ্ঠিত হয়। আল-কুরআনের খেদমতে তার লক্ষ্য ছিল যে, কিরাআত পদ্ধতির একটি অংশ যা ইলমে কিরাআতের পুঙ্খানুপুঙ্খ বিষয়-আসয়গুলি যেন বর্ণনাকারী পরম্পরায় আমাদের কাছে এসে পৌছে যাক। এতে রাবি বা বর্ণনাকারীদের তুরুক বা লাইন আছে যা ওজুহ পর্যন্ত চলে যায়।

আবু বকর ইবনে মুজাহিদ কিরআতের সাতটি পাঠ বিষয়ে প্রথম উল্লেখ করেছিলেন চতুর্থ শতাব্দীতে তার রচিত আল-সাব’ ফিল-কিরাআত নামক বইয়ে।

 

ক্বারীগণ

কুরআন তিলাওয়াতের প্রসিদ্ধ সাতজন ক্বারী তাদের জন্মের বছর অনুসারে কালানুক্রমিকভাবে নিম্নে উল্লেখ করা হলো :

  1. ইবনু আমির আদ-দিমাশকি
  2. ইবনু কাসির আল-মাক্কি
  3. নাফি আল-মাদানি
  4. বসরার আবু আমর
  5. হামজাহ আয-জাইয়্যাত
  6. আসিম ইবনু আবি আন-নাজুদ
  7. আল-কিসাই

 

ইলমুত তাজভিদের পরিচয়

সাত কারির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ 

Leave a Comment