সূরা আল মুরসালাত | সূরা ৭৭

সূরা আল মুরসালাত পাঠ [ Repetition ] আজকের ভিডিও এর বিষয়। “সূরা আল-মুরসালাত‌ (প্রেরিত পুরুষগণ) [ Surah Al-Mursalat (Apostolic men) ]” আল-কুরআনের [ Al-Quran ] ৭৭তম সূরা বা অধ্যায় [ Surah/Chapter 77], এর আয়াত সংখ্যা ৫০টি এবং এর রূকুর সংখ্যা ২। সূরা আল-মুরসালাত‌ (Surah Al-Mursalat) শব্দের অর্থ প্রেরিত পুরুষগণ (Apostolic men)। সূরা আল-মুরসালাত‌ (Surah Al-Mursalat) মক্কায় অবতীর্ণ হয়েছে। তাই এটি মাক্কী সূরা [ Makki Surah ]।

 

সূরা আল মুরসালাত

সূরা আল মুরসালাত‌ (আরবি ভাষায়: المرسلت) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৭ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল মুরসালাত‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির প্রথম আয়াতের وَالۡمُرۡسَلٰتِ عُرۡفًاۙ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; এটি সেই সূরা যাতে المرسلت শব্দটি আছে।

 

সূরা আল মুজাম্মিল

 

وَ الۡمُرۡسَلٰتِ عُرۡفًا ۙ﴿۱﴾

 শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত অবিরাম বায়ুর।

এই অর্থের দিক দিয়ে عُرْفًا এর মানে হবে অবিরাম। কেউ কেউ مُرْسَلاَتٌ থেকে ফিরিশতা অথবা আম্বিয়া অর্থ নিয়েছেন। এই ক্ষেত্রে عُرْفًا এর অর্থ হবে আল্লাহর অহী বা শরীয়তের বিধি-বিধান। আরবী ব্যাকরণ অনুযায়ী এটা হল ‘মাফউল লাহু’ অর্থাৎ, لأَجْلِ الْعُرْفِ অথবা ‘যের’ দানকারী হরফকে বাদ দেওয়ার কারণে তাতে ‘যবর’ হয়েছে; আসলে ছিল بِالْعُرْفِ

 

 فَالۡعٰصِفٰتِ عَصۡفًا ۙ﴿۲﴾

আর প্রলয়ঙ্করী ঝটিকার,

অথবা সেই ফিরিশতাদেরকে বুঝানো হয়েছে, যাদেরকে কোন কোন সময় ঝড়ের আযাবের সাথে প্রেরণ করা হয়।

 وَّ النّٰشِرٰتِ نَشۡرًا ۙ﴿۳﴾

শপথ মেঘমালা-সঞ্চালনকারী বায়ুর।

অথবা সেই ফিরিশতাদের শপথ! যারা মেঘমালা বিস্তৃত করে কিংবা যারা মহাশূন্যে নিজেদের ডানা প্রসারিত করে। তবে ইমাম ইবনে কাসীর (রঃ) এবং ইমাম ত্বাবারী (রঃ) (المرسَلات، العاصِفَات، الناشِرات) এই তিন শব্দ থেকে হাওয়া অর্থ নেওয়াকেই প্রাধান্য দিয়েছেন। তরজমাতেও এই অর্থই করা হয়েছে।

فَالۡفٰرِقٰتِ فَرۡقًا ۙ﴿۴﴾

শপথ মেঘমালা-বিক্ষিপ্তকারী বায়ুর,

অথবা সেই ফিরিশতাদের কসম! যারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যসূচক যাবতীয় বিধি-বিধান নিয়ে অবতরণ করে। অথবা উদ্দেশ্য কুরআনের আয়াতসমূহ; যার দ্বারা সত্য ও মিথ্যা এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য সূচিত হয়। কিংবা রসূল (সাঃ)-কে বুঝানো হয়েছে, যিনি আল্লাহর অহীর মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করেন।

 

সূরা আল মুরসালাত

 

সূরা আল মুরসালাত সুরা পাঠঃ

 

Leave a Comment