সূরা আদ দাহ আজকের ভিডিও এর বিষয়। “সূরা আদ-দাহর [ Surah Ad-Dahr ]” আল-কুরআনের [ Al-Quran ] ৭৬তম সূরা বা অধ্যায় [ Surah/Chapter 76], এর আয়াত সংখ্যা ৩১টি এবং এর রূকুর সংখ্যা ২। সূরা আদ-দাহর [ Surah Ad-Dahr ] শব্দের অর্থ মানুষ (Mankind)। সূরা আদ-দাহর [ Surah Ad-Dahr ] মদীনায় অবতীর্ণ হয়েছে। তাই এটি মাদানী সূরা [ Madani Surah ]।
সূরা আদ দাহ
সূরা আদ দাহর (আরবি ভাষায়: الدَّهْرِ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৬ নম্বর সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩১ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। এই সূরাটি সূরা আল ইনসান (আরবি ভাষায়: الإٍنسان) নামেও পরিচিত। সূরা আদ-দাহর মদীনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির প্রথম আয়াতের هَلْ أَتَى عَلَى الْإِنسَانِ এবং حِينٌ مِّنَ الدَّهْرِ বাক্যাংশ থেকে এই সূরার নাম দুটিটি গৃহীত হয়েছে।

হাদিস অনুসারে
হাদিস গ্রন্থ সহী বুখারী শরীফে উল্লেখ করা আছে যে, আবু হুরায়রা বর্ণনা করেন: ” নবী শুক্রবার ফজরের নামাজ পড়ার সময় প্রথম রাকাত নামাজ “আলিফ, লাম, মীম, তানজিল” (সূরা আস সেজদাহ্ #৩২) এবং পরবর্তী রাকাতে “হাল-আতা-আলাল-ইনসানী” (i.e. সূরা আদ-দাহর #৭৬) তেলওয়াত করতেন।
وَ الضُّحٰی ۙ﴿۱﴾
শপথ পূর্বাহ্নের (দিনের প্রথম ভাগের)।
ضُحى পূর্বাহ্ন বা চাশতের অক্ত্ ঐ সময়কে বলা হয়, যখন (সকালে) সূর্য একটু উঁচুতে ওঠে। কিন্তু এখানে উদ্দেশ্য পূর্ণ দিন।
وَ الَّیۡلِ اِذَا سَجٰی ۙ﴿۲﴾
শপথ রাতের যখন তা হয় নিঝুম –
এখানে سَجَىٰ এর আরেকটি অর্থ হতে পারে। আর তা হলো, অন্ধকারাচ্ছন্ন হওয়া। এখানে দিনের আলো ও রাতের নীরবতা বা অন্ধকারের কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হয়েছে, আপনার রব আপনাকে বিদায় দেন নি এবং আপনার প্রতি শক্রিতাও পোষণ করেন নি। একথার জন্য যে সম্বন্ধের ভিত্তিতে এই দুটি জিনিসের কসম খাওয়া হয়েছে তা সম্ভবত এই যে, রাতের নিঝুমতা ও অন্ধকারাচ্ছন্নতার পর দিনের আলোকমালায় উদ্ভাসিত হওয়ার মতই যেন বিরতির অন্ধকারের পর অহী আগমনের আলো উদ্ভাসিত হয়েছে। [বাদা’ইউত তাফসীর]
مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی ؕ﴿۳﴾
আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি(১) এবং শক্ৰতাও করেন নি।
এ অনুবাদটি অনেক মুফাস্সির করেছেন। [মুয়াস্সার, জালালাইন] এখানে ودع এর আরেকটি অর্থ হতে পারে, আর তা হলো, বিদায় দেয়া। [ফাতহুল কাদীর, আদওয়াউল বায়ান]
সূরা আদ দাহ সুরা পাঠঃ